শাহী বোরহানি

4 11
Avatar for abanik111
4 years ago

উপকরণ :

১.টকদই ৩ কেজি

২.মিষ্টি দই ১ কেজি

৩.মালাই দেড় কাপ

৪.কাঠ বাদাম ৪ টেবিল চামচ

৫.পোস্ত দানা বাটা ১ টেবিল চামচ

৬.সরিষা গুড়া ২ টেবিল চামচ

৭.লবণ ইচ্ছা মতো

৮.বিট লবণ ১ টেবিল চামচ

৯. পুদিনাপাতা বাটা ২ টেবিল চামচ

১০.কাচা মরিচ বাটা ২ টেবিল চামচ

১১.সাদা গোল মরিচ এর গুড়া দেড় চা চামচ

১২.ধনে, জিরা গুড়া দেড় চামচ

১৩.টকদই টক বুঝে (আন্দাজ বুঝে)

১৪. পানি দইয়ের ঘন্নত্ত বুঝে

১৫.বোরহানি পাতলা না হয় মতো। তেতুলের মাড় (বোরহানি টক বুঝে দিতে হবে)

তৈরি করার নিয়ম :

দুই কাপ পানির সাথে সব মশলা মিশিয়ে ছেঁকে নিতে হবে । পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিতে হবে।সব উপকরণ এক সাথে মিশিয়ে ভালোভাবে ফ্রিজ রেখে দিন তারপর পরিবশন করুন।

5
$ 0.11
$ 0.11 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

বাহ্ মজার তো

$ 0.00
4 years ago

বোরহানি আমার খেতে ভালো লাগে তবে আপনার দেওয়া রেসিপি বোরহানি খাওয়া হয় নাই এখনো

$ 0.00
4 years ago

এই একটা জিনিস আমি খুবই হেইট করি। গন্ধ সহ্যই হয়না আমার

$ 0.00
4 years ago

জন্মের পর বাখরখানি আর বোরহানি এক জিনিস ভাবতাম। এরপর যখম চিনতে শুরু করি বাখরখানি ফেভারিট লিস্টে বোরহানি মানে এভারেজ লিস্টে রাখছি। মাঝে মাঝে খাওয়া যায়। তবে এতটাও পছন্দ করিনা।

$ 0.00
4 years ago