রুই মাছের মুড়িঘন্ট

8 16
Avatar for abanik111
3 years ago

উপকরণ :

  • বড় রুই মাছ মাথাা ও লেজ ৬০০ গ্রাম।

  • পোলাওয়ার চাল আধা কাপ।

  • ঘি সিকি কাপ।

  • তেল আধা কাপ।

  • পেয়াজ আধা কাপ।

  • রসুন কুচি এক টেবিল চামচ।

  • তেজপাতা ২টি।

  • কাচা মরিচ ৫ টি।

  • জিরা বাটা দেড় টেবিল চামচ।

  • দারুচিনি চারটি।

  • এলাচ চারটি।

  • লবঙ্গ তিনটি।

  • ধনে গুড়া দেড় টেবিল চামচ।

  • আদা রসুন বাটা দুই টেবিল চামচ।

  • হলুদ গুড়ো দুই চা চামচ।

  • লাল মরিচ দুই চা চামচ।

  • পেয়াজ বাটা তিন টেবিল চামচ।

  • চিনি ও লবণ পরিমাণ মতো।

  • পানি পরিমাণ মতো।

তৈরি করার নিয়ম:

মাছ গুলো কেটে ভালোকরে ধুয়ে নিন একটু লবণ মিশিয়ে। চাল ধুয়ে ভালোকরে পানি ঝারিয়ে ঘি তে ভেজে রাখুন। আধা কাপ তেলে দুই টি কাচা মরিচ কুচি ও তেজপাতা ফোড়ন দিয়ে আধা কাপ পেয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভেজে নিন।

সব বাটা মসলা গুঁড়ো মসলা দিয়ে অল্প পানি এবং লবণ ও চিনি দিয়ে কষিয়ে নিন।এক কাপ পানি দিয়ে দিয়ে ১৫ মিনিট কষিয়ে নিন।কাটা ও লেজের অংশ বাদ দিয়ে এতে শুধু মুড়োটা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিন।

দুই কাপ পানি দিয়ে ঢেকে দিয়ে অল্প আচে সিদ্ধ করুন। মুড়ো সিদ্ধ হলে হলে আলাদা একটি বাটিতে উটিয়ে রেখে লেজ ও কাটা দিয়ে অল্প আচে তিন মিনিট কষিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিন।

মাছের মুড়োটা হাত দিয়ে ভেঙে এতে দিয়ে দিন। এবার ভাজা চালটি ঢেলে আলতোভাবে মিশিয়ে নেড়ে চার কাপ ফুটানো গরম জল দিয়ে অল্প আচে ঢেকে রাখুন।

অন্য একটি ফ্রাই প্যানে বাকি আধা কাপ তেলে গরম মসলা ফোঁড়ন দিয়ে বাকি পেয়াজ ভাজা করে কাচা মরিচ দিয়ে অল্প একটু নেড়ে মুড়িঘণ্ট তে ঢেলে দিন।

তেল ও ভাজা পেয়াজ হালকা করে নেড়ে মুড়িঘণ্ট সাথে মিশিয়ে ঢেকে দিন।অল্প আচে ১০-১৫ মিনিট ভাপে রাখুন।তেল উপরে উঠলে নামিয়ে ফেলুন।

এবার সাভিং ডিশে আপানার পছন্দ মতো সাজিয়ে রেসিপিটি পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

3
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
3 years ago

Comments

Wow... Aoshadharon recipi... Good writing...

$ 0.00
3 years ago

রুই মাছের মুড়িঘন্ট খাওয়ার মজাই আলাদা। তবে আমার একটু সমস্যা হয় খেতে গেলে কাঁটার ভয় থাকে। আপনি রেসিপিটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

$ 0.00
3 years ago

মুড়িঘণ্ট আমার খেতে একদমই পছন্দ নয়৷ আমার লাইপে আমি একবার খেয়েছি। এরপর থেকে আর কখনো এটার প্রতি আর ইন্টারেস্ট আসেনি। তবে আপনার রেসিপি টা খুবই পছন্দ হয়েছে ধন্যবাদ

$ 0.00
3 years ago

খুব ভালো লাগে মুরিঘন্ট খেতে।অনেক প্িয় খাবারের মধ্যে এইটা একটা😍😍😍

$ 0.00
3 years ago

onak testy ar yummmi akta recipe amar khub pochodo ai dal. Basai ammu amar jonno speciale ranna kore

$ 0.00
3 years ago

অনেক অনেক অনেক ভালো হয়েছে আপু, কত সুন্দর ও সহজ ভাবে রেসিপিটি করে দেখিয়েছো, তোমার তুলনা শুধু তুমি 💗💗

$ 0.00
3 years ago

রুই মাছের মুড়িঘন্ট আসলে অনেক একটি সুস্বাদু খাবার। আমার এই ধরনের খাবার অনেক ভালো লাগে। আমি মুড়িঘন্ট খুব ভালোবাসি আমার খুবই ভালো লাগে মুড়িঘন্ট খেতে। অনেক ধন্যবাদ এই খাবারের রেসিপি টি উপস্থাপন করার জন্য।

$ 0.00
3 years ago

আপনার মনের ভাব ব্যক্ত করার জন্য সব সময় পাশে থাকার জন্য এই রকম সাপোর্ট বা উৎসাহ দেওয়া জন্য ভালোবাসা রইল।

$ 0.00
3 years ago