প্রন পাসান্দা

3 11
Avatar for abanik111
3 years ago

প্রিয় বন্ধুরা

🙏🙏🙏🙏

কেমন আছেন সবাই????

আশা করি সবাই সুস্থ আছেন এই মহামারী তে।

আমি ও ভালো আছি।

আবারো আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আশা করি আমার রেসিপি আপনাদের আগের রেসিপি মতো ভালো লাগবে।

আশা করি সবাই লাইক, কমেন্ট , subscribe
করে পাশে থাকবেন।

আসুন জেনে নিই রেসিপি টি কিভাবে তৈরি করব।

উপকরণ :

  • মাঝারি সাইজ এর চিংড়ি ৫০০ গ্রাম।

  • তেল ৩ চা চামচ।

  • সর্ষে দানা ১ চা চামচ।

  • পেয়াজ ১ টি।

  • রসুন বাটা ১ চা চামচ।

  • আদা বাটা ১ চা চামচ।

  • ধনে পাতা বাটা ১ চা চামচ।

  • জিরা গুড়ো ১ চিমটি।

  • তেতুল রস ১/২ চা চামচ।

  • শুকনো লাল মরিচ ৩ টি।

  • লাল মরিচ গুড়ো ১ চা চামচ।

  • লবণ পরিমাণ মতো।

  • নারিকেলের দুধ ১২০ মিলি লিটার।

  • ধনে পাতা কুচি ১ চা চামচ।

তৈরি করার নিয়ম:

  • প্রথমে ভালো করে চিংড়ি গুলো ভালোভাবে ধুয়ে নিন।

  • এরপর সামান্য লবণ ছিটিয়ে ভালোভাবে ধুয়ে দুই মিনিট রেখে দিন।

  • একটি হাড়িতে তেল গরম করে সর্ষে দানা দিয়ে ঢেকে দিন।

  • সর্ষে দানা গুলো গরম হলে ফেটে ওঠবে, ফুটা বন্ধ হলে পেয়াজ দিয়ে আবার বসিয়ে দিন।

  • পেয়াজ লালচে হয়ে ওঠলে রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে দিন।

  • এরপর ধনেপাতা,জিরাগুড়া, লাল মরিচ ও লবণ দিয়ে নেড়ে দিন।

  • অল্প কিছুক্ষণ মসলা গুলো নেড়ে লেবুর রস ও নারিকেলের দুধ ঢেলে দিন এবং নেড়ে দিন।

  • ২/৩ মিনিট পর ফুটে উটলে ধুয়ে রাখা চিংড়ি গুলো ঢেলে দিন।

  • অল্প আচে রাখুন যাতে চিংড়ি গুলো সিদ্ধ হয়।

  • সিদ্ধ হওয়ার পর ঝোল মাখা মাখা হলে নামিয়ে ফেলুন।

★এখন আপনার পছন্দ মতো পরিবেশন করুন ☺️☺️☺️☺️

Sponsors of abanik111
empty
empty
empty

6
$ 0.05
$ 0.05 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
3 years ago

Comments

Very good recipe.....

$ 0.00
3 years ago

It not for me. I am not even cook the noodles properly.

$ 0.00
3 years ago