3
9
উপকরন :
চাল ১ কাপ
লবণ ১চা চামচ
ডাল ১/২ কাপ
কাঁচামরিচ ২ টি
নরিকেল ১/২ কাপ
আলু ১ কাপ
হলুদ ১/২ চা চামচ
মরিচ ১/২ চা চামচ
আদা বাটা ১ চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেয়াজ কুচি ১/৪ কাপ
বসিললিফ ১/২ চা চামচ
বাটার অয়েল ১ টেবিল চামচ
তেল ১/৪ কাপ।
তৈি করার নিয়ম :
পাএে তেল পেঁয়াজ কুচি হলুদ আাদা বাটা রসুন বাটা মরিচ গুড়ো দিন
১০ মিনিট কষিয়ে নিন।
কষানো পর চাল আার নারিকেল দিয়ে কষিয়ে নিন।
গরম পানি দিয়ে ফেটে নিন সেদ্ধ না হওয়া অবধি
এরপর গরম গরম পরিবেশন করুন।
নারিকেল খিচুরি রেসিপিটি সত্যিই অসাধারণ হয়েছে। আমার অনেক ভালো লেগেছে নারিকেল খিচুরি রেসিপিটি। আমি বাসায় অবশ্যই বানানোর চেষ্টা করবো।