কোল্ড কফি

1 27
Avatar for abanik111
4 years ago

উপকরণ :

  • ঠান্ডা দুধ - ২ কাপ।

  • জল -১/২ কাপ।

  • কফি পাউডার - ৩ চা চামচ।

  • চিনি - ২ টেবিল চামচ।

  • ক্রীম / ঘন দুধ ২ টেবিল চামচ।

  • বরফ কুচি।

তৈরি করার নিয়ম:

  • এক চামচ জলে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন।

  • বাকি জল গরম করে ফুটন্ত জলে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে নিন ও ঠান্ডা করে নিন।

  • ব্লেন্ডার কফি ও ঠান্ডা দুধ ভালো করে ব্লেন্ডার করে নিন।

  • এর সাথে ১ টেবিল চামচ ক্রিম ও বরফ কুচি দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ডার করে নিন।

  • লম্বা কাচের গ্লাসে ঢেলে ওপরে বাকি ক্রিম ও চিমটে গুড়ো কফি দিয়ে গানিস করে নিন।

এবার আপনার পছন্দমত সাভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

2
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

যদিও ঠান্ডার প্রবলেম আছে তবুও আমি কোল্ড কফি খেতে খুব ভালোবাসি। সবার রেসিপি গুলো আসলেই অনেক মজা। প্লিজ আমার পোস্টগুলো দেখে আসবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না

$ 0.00
4 years ago