ইলিশ পাতুড়ি

8 14
Avatar for abanik111
3 years ago

প্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই ????

আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন।

আমি ও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি।

আবারো আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

  • আশা করি সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন।

আসুন জেনে নিই রেসিপি টি কিভাবে তৈরি করতে হবে 👇👇👇👇

উপকরণ :

  • ইলিশ মাছ বড় করে কাটা ৪ টুকরো।

  • পেয়াজ কুচি ১ কাপ।

  • কাচা মরিচ ৮ টি।

  • সরিষার তেল ৪ টেবিল চামচ।

  • লবণ পরিমাণ মতো।

  • লেবুর রস ১ টেবিল চামচ।

  • হলুদ গুড়া সিকি ১ চা চামচ।

  • লাউ পাতা ৮-১০ টি।

তৈরি করার নিয়ম:

  • লাউপাতা গরম পানিতে এক মিনিট ভাপে রেখে পানি ঝারিয়ে রাখতে হবে।

  • মাছ ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে রাখতে হবে।

  • একটি পাএে তেল গরম করে মরিচ ও পেয়াজ ভেজে নিতে হবে।

  • ভাজা পেয়াজ মরিচ ভালো করে চটকিয়ে লেবুর রস মাখিয়ে মাছের গায়ে ভালো করে মেখে নিতে হবে।

  • মসলা মাখানো মাছ লাউপাতার ভালোভাবে মুড়িয়ে একটি সসপ্যানে নিয়ে সুন্দর সাজিয়ে ঢেকে গরম পানি ভাপে বেশ কিছু ক্ষণ রেখে দিন।

  • এরপর ভালোমতো হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন।

আমার আটিকেল পড়ার জন্য সবাইকে ধন্যবাদ 😊😊😊😊

 PLEASE SUBSCRIBE ME 🙏🙏🙏🙏
Sponsors of abanik111
empty
empty
empty

9
$ 0.10
$ 0.09 from @TheRandomRewarder
$ 0.01 from @Hiyamoni123
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
3 years ago

Comments

ইলিশ পাতুরি খেতে অনেক ভালো লাগে। খুব ঐতিহ্যবাহী খাবার এটা। ইলিশ পাতুরি খেতে সবাই পছন্দ পছন্দ করেন।

$ 0.00
3 years ago

আমরা সকলেই হয়তোবা ইলিশ পছন্দ করি কিন্তু বেশি কাটাযুক্ত মাছ আমার পছন্দের খাবার নয়।তাই ইলিশ অতোটা ভালো লাগে নাহ।

$ 0.00
3 years ago

ওয়াহ্!ভাই ওয়াহ্।।।!!সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।নতুন একটা রেসিপি দেখতে পারলাম।আর কলার পাতায়।।।

$ 0.00
3 years ago

সব সময় আমাকে উৎসাহ দেওয়া জন্য ধন্যবাদ আপু। এই রকম পেলে উৎসাহ পেলে আপনাদের সামনে নতুন কিছু আনার চেষ্টা করব।

$ 0.00
3 years ago

অবশ্যই,,,,

$ 0.00
3 years ago

ধন্যবাদ ভাইয়া আপনাকে ইলিশ পাতুরির এতো সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য৷ ইলিশ পাতুরি আমার অনেক পছন্দের খাবার।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপু সব সময় আমাকে উৎসাহ দেওয়া জন্য।সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।

$ 0.00
3 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর সুন্দর আর মজার মজার খাবারের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago