ফুচকা রেসিপি

21 37
Avatar for abanik111
4 years ago

উপকরণ :

  • ময়দা ২ কাপ।

  • সুজি আধা কাপ।

  • তাল মাখনা ১ চা চামচ।

  • লবণ পরিমাণ মতো

  • তেল পরিমাণ মতো।

  • পানি পরিমাণ মতো।

কাবলি ছোলার চাটের উপাদান :

  • কাবলি ছোলা ২ কাপ।

  • বেকিং পাউডার ১ চা চামচ।

  • আলু ২ টি

  • ডিম ৩ টি।

  • পেয়াজ, কাচা মরিচ ধনেপাতা লবণ ও চাট মসলা ২ চা চামচ।

চাট মসলার উপাদান :

  • ধনিয়া ২ টেবিল চামচ।

  • জিরা ২ টেবিল চামচ।

  • পাচ ফোড়ন ১ টেবিল চামচ।

  • শুকনো মরিচ ৮/১০ টি।

  • হিং সামান্য।

তৈরি করার নিয়ম:

★ছোলার চাট তৈরি নিয়ম:

কাবলি ছোলা কমপক্ষে ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পরে সিদ্ধ করে নিন।নতুবা ১ চামচ বেকিং পাউডার দিয়ে সিদ্ধ করুন তাড়াতাড়ি হবে।পানি পুরোপুরি শুকাবেন না বেশ একটু ভেজা ভেজা থাকবে। আলু এবং ডিম গুলো সিদ্ধ করে গ্রেট করে নিন।পেয়াজ কাচা মরিচ ধনেপাতা কুচিয়ে রাখুন।

এবার সিদ্ধ ছোলার সাথে অধেক পরিমাণ আলু ও ডিম মিশিয়ে নিন।টেস্ট মত পিয়াজ, ধনেপাতা, লবণ, ২টেবিল চামচ চাট মাশলা মাখিয়ে পুর তৈরি করে নিন।আপনার ইচ্ছা হলে বেশি ও দিতে পারেন।

★চাট মসলা যে ভাবে তৈরি করবেন:

ধনিয়া, জিরা, পাচ ফোড়ন, শুকনে মরিচ ভালো করে তাওয়ার টেলে মিহি করে গুড়ো করে নিন। সাথে চাইলে হিং ও দিয়ে দিতে পারেন। হয়ে গেল আপনার চাট মসলা।

★ফুসকা তৈরি:

ময়দা, সুজি সাথে তাল মাখনা মিশিয়ে পরিমাণ মতো লবণ দিন। অল্প তেল ও পানি মিশিয়ে শক্ত খামি তৈরি করে নিন।৩০ মিনিট ঢেকে রাখুন। এবার সেই খামি থেকে পাতলা রুটি বেলে ছোট ছোট গোল পাপড়ি কেটে নিন এবং গরম তেলে ভেজে নিন।ভাজার সময় হালকা চাপ দিন চামচ দিয়ে দেখবেন ভালো ফুলে উটবে।

★চুরমুর তৈরি :

চুরমুর হল ফুসকার ভাঙা টুকরো।ফুসকো গুলো ভালো মতন ফুলবে না, তাদেরকে ভেঙে চুরমুর তৈরি করুন।

★ তেতুল টক তৈরি:

শুকনো তেতুল গরম পানি দিয়ে ভিজিয়ে রাখুন।ভিজিয়ে উটলে ভালো করে চটকে নিন এবং ছেকে ফেলুন। এই পানির সামান্য চাট মশলা মিশিয়ে নিন পরিমাণ মতো লবণ মিশান।চাইলে আপনি একটি ডিম দিতে পারেন টকের সাথে।তাতে টক হয়ে উটবে বেশ মজাদার।

এবার ফুসকা পরিবেশন😊😊

কাবলি ছোলার পুরের মাঝে শেষ মুহুতে কিছু চুরমুর মেশান।এরপর হাত দিয়ে ফুসকার মাঝে ছোট পুর ভরুন।ওপরে ছিটিয়ে দিন অল্প আলু, পিয়াজ ধনেপাতা, কাচা মরিচ।সবার শেষে ডিম ঝুরি আর চুরমুর দিন। এভাবে বেশ কয়েকটি ফুসকা তৈরি করে বাটিতে টক ভরে সাজিয়ে দিন।

7
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

আমার মনে হয়, ফুচকা টা আপুদের খুব পছন্দের খাবার। আমার ফুচকা একদমই পছন্দ না। তবে কেন সেটা জানিনা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টা শেয়ার করার জন্য। এখন হয়তো অনেক আপু নিজেরাই বানিয়ে খেতে পারবে।

$ 0.00
4 years ago

ফুচকা আমার ভীষণ পছন্দের একটা খাবার। ফুচকা একটি মজাদার খাবার। এটি বড় ছট কম বেশি সবারি প্রিও।। ধন্যবাদ

$ 0.00
4 years ago

আহা ফুচকা🤤🤤দেখলেই খেতে ইচ্ছে করবে আবার সাধ্যের মধ্যে সহজেই পাওয়া ও যায় বিধায় এই মুখরোচক খাবারের ফ্যন না হওয়া ছাড়া উপায় নেই🤦‍♀।আমি একজন অন্ধ ফুচকা ভক্ত যতই বলুক যে ফুচকা নোংরা পরিবেশে তৈরি করা হয়,খেলে পেট খারাপ হবে তবুও ফুচকা দেখলে সব ভুলে যাই😁😂।রেসিপিটা ভালো ছিলো।নেক্সট টাইম নিজে তৈরি করার সময় কাজে লাগবে।ধন্যবাদ আপু তোমাকে☺।

$ 0.00
4 years ago

এত রান্না শিখেছো কোথায়? তবে খুব মজার রান্না জানো। আমার খুব হিংসে হচ্ছে কিন্তুু। হু হু হু lnShaAllah i will try to make

$ 0.00
4 years ago

হা চেস্টা করে দেখতে পারেন।

$ 0.00
4 years ago

আহ্ ভালোবাসার আরেকটি খাবার হলো ফুচকা।ফুচকার নাম শুনলেই মনে হয় এখনি বানিয়ে খেয়ে ফেলি।মাসের ৩০ দিনের মধ্যে প্রায়ই ২০ দিনই খাওয়া হয় ফুচকা।ধন্যবাদ ভাইয়া ফুচকার রেসিপিটা দেওয়ার জন্য।অনেকেই শিখে নিতে পারবে।

$ 0.00
4 years ago

একা একা খাইলে তো বেশ ভালো লাগবে।

$ 0.00
4 years ago

আপনার ও দাওয়াত রইলো,চলে আসবেন।

$ 0.00
4 years ago

ফুচকা পছন্দ করে না এমন খুব কম লোকই আছে!! আমিও পছন্দ করি খুব। ধন্যবাদ রেসিপিটির জন্য 😊🤗

$ 0.00
4 years ago

I am a great fuska lover. Subscribed u. Pls subscribe me

$ 0.00
4 years ago

Subscribe done

$ 0.00
4 years ago

ফুচকা আমার খুব পছন্দের একটি খাবার। আমি এটি সবসময়ই খাই। তবে বাইরেরটা। এবার থেকে বাসায় বানিয়ে খাব। আপনাকে ধন্যবাদ এই রেসেপিটি দেয়ার জন্য।😊

$ 0.00
4 years ago

হা অবশ্যই বানিয়ে দেখবেন

$ 0.00
4 years ago

অবশ্যই বানাবো😊

$ 0.00
4 years ago

আপনার রেসিপি দেখে জিভে জল চলে এলো। ইচ্ছে করতেছে এখন খেয়ে ফেলি। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কম।

$ 0.00
4 years ago

হা এইরকম মানুষ কম আছে।

$ 0.00
4 years ago

ফুচকা আমার ভীষণ পছন্দের একটা খাবার। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ফুচকার রেসিপিটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

ধন্যবাদ পাশে থাকা জন্য সবসময়

$ 0.00
4 years ago

স্বাগতম৷ আর আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

$ 0.00
4 years ago

Amar khub priyo akta khabar ata khub pochondo kore ami ata bissas kore friends dar satha khata gale

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago