0
28
প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি সহজ রেসিপি নিয়ে। কিভাবে বাড়িতে একদম সহজে ফলের জেলি তৈরি করবেন, চলুন জেনে নিই:
উপকরণ :
বিভিন্ন ধরনের ফল -১১ কাপ।
চিনি -২০০ গ্রাম।
পানি -৩০০ গ্রাম।
গ্যালাটিন পাউডার -৩ টেবিল চামচ।
লেবুর রস - ১/২ টেবিল চামচ।
খাবার রং লাল পরিমাণ মতো।
তৈরি নিয়ম:
আগে ১৫০ গ্রাম পানি গরম দিতে হবে। সব উপাদান গুলো একএে মিশিয়ে তাপ পরিবাহী একটি পাএে নিতে হবে।
এরপর পাএে মুখ ভালো ভাবে লাগিয়ে গরম করা পানিতে অল্প তাপে সিদ্ধ করতে হবে। ৪-৫ ঘন্টা পর নামিয়ে ফেলতে হবে। এবার ঠান্ডা হলে পাএের মুখ খুলে পরিবেশন করতে পারেন মজাদার ফলের জেলি।