ডিম আমার খেতে বাজে লাগে কারণ যে খাবার বেশি খাওয়া,হয় এমনি তো বাজে লাগবে।তবে ডিম একটা ভালো রেসিপি।
ডিম কষা অনেক মজার একটা রেসিপ। আমার অনেক ভালো লাগে। ডিম দিয়ে নানারকম খাবার বানানো যায়। ডিমের ভর্তাও আমার অনেক বেশি ভালো লাগে।
ডিম বাঙালিদের খুবই পছন্দের খাবার । বিশেষ করে যারা মেসে থাকে তাদের জন্য খুব উপকারী। প্রয়োজনের মুহূর্তে তারা খুব সহজেই ডিম ভূনা করে খেতে পারে।
ব্যাচেলর জীবন মানে ডিম আর ডাল। ডিম এর হাজার রকম এর খাওয়া যাই সেটা ব্যাচেলার মেসে যারা থাকেন।
আজকেও ডিম রান্না করা হয়েছে।বাঙালীদের জাতীয় খাবার ডিম।সেটা ভাজা হোক আর রান্নাই হোক।
হা ভাই ভালো বলেছেন।ডিম সবার ভালো খাবার তবে ডিম না থাকলে অনেকের খাবার জমে না
এটা খুব সহজেই বানিয়ে খেয়ে ফেলা যায়। শরীরের জন্য ডিম খুব উপকারী।
ডিম খুবই একটি স্বাস্থ্যকর খাবার। ডিম দিয়ে অনেক রকম রান্না করা সম্ভব তার মধ্যে আপনার দেওয়া আর্টিকেল একটি। ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য।
আর হ্যাঁ একবার তিনি অনেকবার খেয়েছি। এটা আসলে অনেক একটি সুস্বাদু খাবার। দিন দিন এত সুন্দর খাবার হয় যা ভাবা যায় না। ধন্যবাদ আপনাকে।।
সবসময় খাওয়া হয়।আম্মুর হাতে রান্না এমনিতেই অনেক সুস্বাদু।আম্মুর হাতের মুরগির কষা মাংস টা আমার খুব পছন্দের।
অনেকবার খাইছি। পুরায় অন্যরকম ফিল । বেশি সুস্বাদু খাবার এটা।
ডিম বরাবরই আমার খুব পছন্দের একটা খাবার । আর ডিম কষা ভীষণ মজাদার একটা খাবার আইটেম৷ ডিমের সবরকম খাবারই খুব সহজে বানানো যায়।