ডিম কষা রেসিপি

12 28
Avatar for abanik111
4 years ago

ডিম একটি সবসময় খাবারের তালিকা থাকে। ডিম সবসময় কম বেশি সবাই খেশে থাকি।ডিম অনেক রকম করে রান্না করা যাই চলুন জেনে নিই সহজে ডিম কষা করতে হয়।

উপকরণ :

সেদ্ধ ডিম।

পেয়াজ।

কুচি টমটো ।

ধনে পাতা।

কাচা মরিচ।

লবণ।

মরিচ গুড়ো।

আদা - রসুন বাটা।

হলুদ গুড়ো আর তেল।

রান্না যে ভাবে করবেন :

কড়াই তে তেল গরম করে নিন তারপর সেদ্ধ ডিম ছেড়ে দিন।অল্প করে ভাজি করে নিন। হালকা ভাজা হলে ডিম তুলে নিন এরপর তেল এ , হলুদ গুড়ো, লবণ দিয়ে ভালো ভাবে ভেজে নিন। পেয়াজ ভালোভাবে ভেজে নিন।

এরপর টমটো কুচি দিয়ে কাচা মরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। ৫ মিনিট পর ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপর টমটো সেদ্ধ হয়ে গেলে এক কাপ পানি আর ডিম দিয়ে দিন সাথে ধনে পাতা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন।৫-৮ মিনিট পর নামিয়ে নিন। হয়ে গেল ডিম কষা। এরপর গরম গরম ডিম কষা পরিবেশন করুন।

10
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

ডিম বরাবরই আমার খুব পছন্দের একটা খাবার । আর ডিম কষা ভীষণ মজাদার একটা খাবার আইটেম৷ ডিমের সবরকম খাবারই খুব সহজে বানানো যায়।

$ 0.00
4 years ago

ডিম আমার খেতে বাজে লাগে কারণ যে খাবার বেশি খাওয়া,হয় এমনি তো বাজে লাগবে।তবে ডিম একটা ভালো রেসিপি।

$ 0.00
4 years ago

ডিম কষা অনেক মজার একটা রেসিপ। আমার অনেক ভালো লাগে। ডিম দিয়ে নানারকম খাবার বানানো যায়। ডিমের ভর্তাও আমার অনেক বেশি ভালো লাগে।

$ 0.00
4 years ago

ডিম বাঙালিদের খুবই পছন্দের খাবার । বিশেষ করে যারা মেসে থাকে তাদের জন্য খুব উপকারী। প্রয়োজনের মুহূর্তে তারা খুব সহজেই ডিম ভূনা করে খেতে পারে।

$ 0.00
4 years ago

ব্যাচেলর জীবন মানে ডিম আর ডাল। ডিম এর হাজার রকম এর খাওয়া যাই সেটা ব্যাচেলার মেসে যারা থাকেন।

$ 0.00
4 years ago

আজকেও ডিম রান্না করা হয়েছে।বাঙালীদের জাতীয় খাবার ডিম।সেটা ভাজা হোক আর রান্নাই হোক।

$ 0.00
4 years ago

হা ভাই ভালো বলেছেন।ডিম সবার ভালো খাবার তবে ডিম না থাকলে অনেকের খাবার জমে না

$ 0.00
4 years ago

এটা খুব সহজেই বানিয়ে খেয়ে ফেলা যায়। শরীরের জন্য ডিম খুব উপকারী।

$ 0.00
4 years ago

ডিম খুবই একটি স্বাস্থ্যকর খাবার। ডিম দিয়ে অনেক রকম রান্না করা সম্ভব তার মধ্যে আপনার দেওয়া আর্টিকেল একটি। ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

আর হ্যাঁ একবার তিনি অনেকবার খেয়েছি। এটা আসলে অনেক একটি সুস্বাদু খাবার। দিন দিন এত সুন্দর খাবার হয় যা ভাবা যায় না। ধন্যবাদ আপনাকে।।

$ 0.00
4 years ago

সবসময় খাওয়া হয়।আম্মুর হাতে রান্না এমনিতেই অনেক সুস্বাদু।আম্মুর হাতের মুরগির কষা মাংস টা আমার খুব পছন্দের।

$ 0.00
4 years ago

অনেকবার খাইছি। পুরায় অন্যরকম ফিল । বেশি সুস্বাদু খাবার এটা।

$ 0.00
4 years ago