বুন্দিয়া

6 26
Avatar for abanik111
4 years ago

উপকরন :

১.বেসন ১ ১/২ কাপ।

২.লেমন ইয়োলো রং সামান্য

৩.বেকিং পাউডার ১/২ চা চামচ।

৪.চিনি ১ ১/২ চা চামচ।

তৈরি করার নিয়ম:

১.ছোলার ডালে বেসনে বেকিং পাউডার মিশান।দেড় কাপ পানি দিয়ে খুব ভালো করে ফেট।

২.বাটিতে পানি দিয়ে গুলানো বেসন অল্প করে পানিতে ফেল। পানিতে বেসন ভাসলে বুঝতে হবে ডালের পানি পরিমাণ ও ডাল ফেটান টিক হয়েছে।নয়ত অল্প পানিতে ফেটা তে হবে।বেসনের হোলায় সামান্য রং মিশাও।

৩.কড়াইতে সয়াবিন তেল গরম কর।

৪.বুন্দিয়া ভাজার ঝাঝরিতে কিছু গুলানো বেসন দাও।ঝাঁঝরির হাতল কড়াইতে ধারে ঠুকে ঠুকে বুন্দিয়া ফেল।বেশী করে ফেলবেন না।তবে রং আসলে তেল থেকে তুলে নিন।

৫.একটি কড়াইয়ে দেড় কাপ পানি দিয়ে চিনির সিরা করে ময়লা কাট।

৬.কড়াইতে বুন্দিয়া ছেড়ে বাতাসে রাখুন।ঠান্দা হলে থালায় রাখুন। বেসন এর বদলে ময়দা দিয়ে তৈরি করতে পারবেন।

Sponsors of abanik111
empty
empty
empty

8
$ 0.14
$ 0.14 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

Wow bundiya amar feb recipe amar khub valo lage baire thaka kine khi but basai toire kori nai akhon basai chesta korbo apnar recipe ti

$ 0.00
4 years ago

specially we try this item during the time of Ramadan. But I really like it.

$ 0.00
4 years ago

মজার খাবার।কখনো ট্রাই করিনি ।তবে আপনার রেসিপিটা দেখে ট্রাই করব।আশা করি ভালো হবে।

$ 0.00
4 years ago

বুন্দিয়া আমি অনেকবার তৈরি করেছি। এটা খুবই সুস্বাদু একটা খাবার। সবথেকে লুচি দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে।

$ 0.00
4 years ago

বুন্দিয়া কার না ভালো লাগে আমি বলবো আমার থেকে ভালো আর কারো লাগতেই পারে না আমার খুব পচ্ছন্দের খাবার এটি

$ 0.00
4 years ago

বুন্দিয়া....সো ইয়াম্মি। বুন্দিয়া আমার অনেক ভালো লাগে খেতে। আর বুন্দিয়া বানানো অনেক বেশি সহজ৷ তাই যেকেউ খুব সহজেই বাসায় বুন্দিয়া বানাতে পারে।

$ 0.00
4 years ago