আনারস দিয়ে চিংড়ীর মালাইকারি

18 14
Avatar for abanik111
4 years ago

প্রিয় বন্ধুরা

শুভ সকাল

সবাই কেমন আছেন???

আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় ভয়ানক মহামারী তে সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদ এ ভালো আছি।

আবারো আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আবারো হাজির হলাম।আশা করি এই রেসিপি টি আপনাদের ভালো লাগবে।

অনেকে আমার দেওয়া রেসিপি গুলো অনেক ভালো লেগেছে এবং তাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি রেসিপি লিখার উৎসাহ পাই। ধন্যবাদ জানাই তাদের কে সবসময় আমার পাশে থাকার জন্য ❤️❤️ @EYERISH687 @Hiyamoni123 @Saha99saha

আসুন জেনে নিই কিভাবে তৈরি করতে হবে 👇👇👇

উপকরণ সমূহ :

  • মিহি করে বাটা আনারস দুই টেবিল চামচ।

  • আনারস টুকরো আধা কাপ।

  • নারকেল দুধ ঘন আধা কাপ।

  • চিংড়ী ৫০০ গ্রাম।

  • পেয়াজ বাটা ২ টেবিল চামচ।

  • থাই রেড কারি পেস্ট ১ চা চামচ।

  • আদা বাটা এক চা চামচ।

  • রসুনবাটা এক চা চামচ।

  • মরিচ গুড়া এক চা চামচ।

  • হলুদ গুড়া সামান্য।

  • লবণ পরিমাণ মতো।

  • তেল ৩ টেবিল চামচ।

তৈরি করার নিয়ম:

  • কড়াইতে তেল গরম করে পেয়াজ বাটা দিয়ে হালকা সোনালি রং করে ভাজুন।

  • এবার এক এক করে সব মসলা উপকরণ দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিন।

  • কষানোর পর আনারস বাটা দিয়ে দিন। ভালো করে নেড়ে চিংড়ি দিয়ে আবারো কষিয়ে নিন।

  • এবার নারকেল দুধ দিয়ে ঢেকে দিন।বলক এলে অল্প আচে দমে রাখুন।

  • নারিকেল টুকরো দিয়ে দিন। সামান্য চিনি যোগ করতে পারেন আনারস এর সাদ বাড়ানো জন্য।

  • আপনার ভালো লাগলে যোগ করতে পারেন লেবুর রস। আপনি চাইলে দেশী টেস্ট আনার জন্য ভাজা জিরার গুড়া দিতে পারেন।

★ এবার গরম গরম পরিবেশন করুন 😊😊😊★

ধন্যবাদ সবাইকে

নিরাপদ থাকুন।

অন্যকে ও নিরাপদ রাখুন।

ঘরে থাকুন।

সুস্থ থাকুন

Sponsors of abanik111
empty
empty
empty

6
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
4 years ago

Comments

রেসিপিটা ইয়াম্মি হবে নিশ্চিত। বাজারে আনারস থাকলে ট্রাই করে দেখতাম বাসায়

$ 0.00
4 years ago

বাজারে আনারস পাওয়া যাই।

$ 0.00
4 years ago

উমমমম! রেসিপি দেখেই জিভে জল চলে এসেছে। খেতে না কি মজা হবে? কিন্তু এখন ত আনারস নাই বাজারে৷

$ 0.00
4 years ago

অবশ্যই মজা হবে। গতকাল আনারস দেখলাম বাজারে

$ 0.00
4 years ago

আহা!!!অসাধারন রান্না ভাই।চালিয়ে যান।আসলেই আপনার অন্যরকম রেসিপিগুলো দেখতেও খুব ভালো লাগে।লিখতে থাকুন ভাইয়া।।।

$ 0.00
4 years ago

খুবই সুস্বাদু একটা খাবার কিন্তু এমন খাবার আমি কখনো দেখিনি এবং নামও শুনিনি।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আনকমন রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

I wana test them😋

$ 0.00
4 years ago

I have subscribed check on me too and subscribe back

$ 0.00
4 years ago

Subscribe done😊

$ 0.00
4 years ago

Okay

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago

Wow❤👈👈 great article dear ❤👈very good information❤👈

$ 0.00
4 years ago

Thanks brother❤️❤️

$ 0.00
4 years ago

Welcome bro❤❤👈

$ 0.00
4 years ago