আলুর মিষ্টি

0 26
Avatar for abanik111
3 years ago

উপকরণ :

  • আলু সিদ্ধ চটকে নেওয়া - ১ কাপ।

  • ময়দা - ১/২ কাপ।

  • ঘি - ২ চা চামচ।

  • বেকিং পাউডার -সামান্য।

  • এলাচ গুড়ো - সামান্য।

শিরার জন্য:

  • চিনি - ১ কাপ।

  • পানি - ১/২ কাপ।

  • লেবুর রস সামান্য।

তৈরি করার নিয়ম:

  • একটি বড় বাড়িতে সব কিছু একাসাথে ভালোকরে মেশান।

  • ছোট ছোট বল বানিয়ে হালকা গরম তেলে সময় নিয়ে লাল করে ভাজুন।মিডিয়াম জালে ভাজুন।

  • চিনির সাথে পানি মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়া শিরা তৈরি করে ভাগ আলুর বল গুলো শিরাতে দিয়ে দিন।

  • এক ঘন্টা রেখে দিন।

★ এরপর আপনার পছন্দমত সাভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

1
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
3 years ago

Comments