আলু কপির ডালনা রেসিপি

3 14
Avatar for abanik111
3 years ago

উপকরণ :

  • ফুলকপি মাঝারি ১ টি।

  • আলু ৬ টি।

  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।

  • পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ।

  • আদা বাটা ১/২ চা চামচ।

  • রসুন বাটা ১/৪ চা চামচ।

  • হলুদ বাটা ১/৪ চা চামচ।

  • মরিচ বাটা ১ চা চামচ।

  • তেজপাতা ১ টি।

  • দারচিনি ২ টুকরো।

  • এলাচ ২ টি।

  • কাচামরিচ ৪ টি।

  • লবণ ১ চা চামচ।

  • ঘি/তেল ১/২ কাপ।

তৈরি করার নিয়ম:

  • ফুলকপি ও আলু ছোট ছোট টুকরো করো। অল্প তেলে আলদা ভেজে তোল। এলাচ দারচিনি বেটে নাও।

  • বাকি তেল বা ঘি গরম করে কুচি পেঁয়াজ দিয়ে সামান্য ভাজ।বাটা মসলা তেজপাতা ও ২ টেবিল চামচ পানি দিয়ে কষাও।

  • মসলা কষানো হলে ফুলকপি ও আলু কাচামরিচ ও বাটা গরম মসলা দাও।সামান্য পানি দিয়ে অল্প আচেঁ ঢেকে রাখ।সবজি সিদ্ধ হয়ে তেলের উপর উঠলে নামিয়ে ফেলুন।

  • এরপর গরম গরম পরিবেশন করুন।

Sponsors of abanik111
empty
empty
empty

4
$ 0.00
Sponsors of abanik111
empty
empty
empty
Avatar for abanik111
3 years ago

Comments

আলু কপির ডালনা খাওয়া হয়নি। এমনিতে ফুলকপি আমার প্রিয়। এবার আলু কপির ডালনা রান্না করে খেতে হবে।

$ 0.00
3 years ago

ডালা খুবই প্রিয় একটা খাবার আমার। এটা দিয়ে যেকোনো কিছু রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে। আমি এটা বাসায় তৈরি করার চেষ্টা করব।

$ 0.00
3 years ago

Alu ar copy dalna khub mojar akta recipe ruti diya khata ata darun lage tnq for thos recipe

$ 0.00
3 years ago