আজকে ২০ জুলাই।
২০১৭ সালের আজকের দিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন চেস্টার বেনিংটন। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্কের ভোকাল। ১৯৭৬সালে জন্ম নেওয়া এই সংগীত শিল্পী২০১৭সালে আত্মহত্যা করেন।
ভক্তকূল আজও থাকে খুজে।
তার গানে আজও কেঁদে উঠে।
আজকে ২০ জুলাই।
২০১৭ সালের আজকের দিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন চেস্টার বেনিংটন। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্কের ভোকাল। ১৯৭৬সালে জন্ম নেওয়া এই সংগীত শিল্পী২০১৭সালে আত্মহত্যা করেন।
ভক্তকূল আজও থাকে খুজে।
তার গানে আজও কেঁদে উঠে।
গুগলে Linkin Park / Chester Bennington লিখে সার্চ দিলে জানতে পারবেন উনার সম্পর্কে। যাই হোক ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য।
স্বাগতম
আমি হয়তো তাকে চিনি না বা নামই শুনি নাই। কিন্তু আপনার আর্টিকেল পরে বোঝা যায় সে একজন বড় সংগীত শিল্পী ছিলেন।
গুগলে ভাই Linkin Park/ Chester Benningtonলিখে সার্চ করলে জেনে যাবেন।
এই দিনে আমরা এই লিজেন্ড কে হারালাম।এই রকম গায়ক কখনো আর পাওয়া যাবেনা।পরপারে ভালো থাকুক।
এটায় ভাই। লাইভ দেখার ইচ্ছা ছিলো এর আগেই…
Nice aricle. I am so sad in this story. May Allah bless him. Once i heard him song. I like his songs.
Yeah.
গান আমি তেমন শুনিনা তাই চিনিও না তেমন।আর বিদেশি গায়কদের তো চিনিই না।তবে মনে হয় ভালোই গায়তেন।