1
20
বিশর ইবন খালিদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত.......
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে, ব্যক্তির মধ্যে ৪টি অভ্যাস থাকবে, সে মুনাফিক।
আর যদি ঐ চারটি অভ্যাসের একটি অভ্যাস থাকে,
তবে তার মধ্যে একটি নিফাকের অভ্যাস হলো, যতক্ষণ না তা পরিত্যাগ করে :
সে যখন কথা বলে, মিথ্যা বলে, কোন ওয়াদা করলে তা খেলাফ করে, যখন কোন অঙ্গীকার করে তা ভঙ্গ করে
এবং কারও সাথে ঝগড়া করার সময় গালি দেয়।
তাহক্বীকঃ সহীহ।
মুখতাসার মুসলিম ২৬___★★★
#@ জাহিদ।
সুন্দর হয়েছে অনেক