আরো জানতে: @Zahid-Hasan
দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক জলবায়ু নির্ভর অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ কৃষি খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালের রাষ্ট্রপতি আদেশ নং ২৭ এর অধীনে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) আমানত, ঋণ ও বৈদেশিক মুদ্রা লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এর ১০৩৮টি শাখার মধ্যে প্রায় ৫৪৮টি (আপডেটেড লিস্টের জন্য ক্লিক করুন) অনলাইনে রয়েছে এবং এর মাধ্যমে যে কোন দেশের প্রবাসীদের কাছ থেকে বিদেশী রেমিটেন্স দ্রুত তাদের প্রিয় জনের দোরগোড়ায় পৌঁছে দেয়। এটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় শহরে এটিএম বুথের মাধ্যমে দফায় দফায় ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ব্যাংকের নিজস্ব এটিএম বুথ ছাড়াও, বিকেবি ডেবিট কার্ড সহজেই যে কোন ব্যাংকের এটিএম বুথ এবং কেনাকাটার জন্য যে কোন পয়েন্ট অফ সেলস থেকে টাকা তুলতে ব্যবহার করা যেতে পারে। আধুনিক ও মার্ক ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ডিজিটালাইজেশনের পদক্ষেপ গ্রহণ করেছে।
মুজিব বছর উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষিতে অগ্রণী ভূমিকা পালন করে। জাতির পিতার স্বপ্ন পূরণ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিকেবি ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ৭ শতাংশ সুদে ৩০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উদ্দীপক প্যাকেজ এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত নীতিমালার আওতায় বিএমবি ঋণ সুবিধা প্রদান করছে। এছাড়াও বিকেবি দেশব্যাপী মহামারী সিওভিড-১৯ মহামারী র ্যাপে আক্রান্ত অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের জন্য ৫০ লক্ষ পরিবারের মধ্যে নগদ সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বিকেবির প্রধান কার্যালয় কৃষি ব্যাংক ভবন, ৮৩-৮৫ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১০০০, বাংলাদেশ।
আরো জানতে:@Zahid-Hasan
good