রাজশাহীর বাঘা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগের নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাদী হয়ে মামলাটি করেন।
ওই নেতার নাম রিবন আহম্মেদ ওরফে বাপ্পি (২৮)। তিনি বাঘা উপজেলার আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি। তবে ওই মামলার প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এলাকায় মানববন্ধন হয়েছে।
ওই মামলার এজাহারে বলা হয়, রিবন আহম্মেদ ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুলাই মাসের শেষ সপ্তাহে তাঁর এক বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে ওই তরুণী ছাত্রলীগের নেতাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তিনি বিয়ে করতে রাজি হননি।
তবে অভিযোগ অস্বীকার করে রবিন সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘আড়ানী পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। এ কারণে একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দায়ের হওয়া ধর্ষণ মামলাটি মিথ্যা দাবি করে শুক্রবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন ছাত্রলীগ ও পৌর এলাকার স্থানীয় লোকজন।
1
16
this good