"সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি,
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে"
-----মদন মোহন তর্কালঙ্কার
কবির এমন অভিব্যক্তির কবিতাটি পড়েছে সবাই। শিশুরাই এমন প্রার্থণা করে খোলা মনে। কি সহজ-সরল নির্মল ইচ্ছার বহিঃপ্ররকাশ ঘটেছে। শিশু মন সত্যিই বড় নির্মল, বড় কোমলমতি। শিশুমন যেনো ভেতর আর বাইরের এক অভিন্ন মিল।
পৃথিবীর সমস্ত বিপদ দূর করার লক্ষ্যে এই কোমলমতিদের প্রার্থণা। সৃষ্টিকর্তার কাছে এই পবিত্র মনগুলো প্রার্থণায় রত। এদের মনের ইচ্ছা পূরণ হোক। সুস্থ হোক পৃথিবী, শিশুদের মত সুন্দর হোক মানুষের মন। এই শুভকামনায় শুভসকাল।
লাইক-কমেন্ট-সাবস্ক্রাইব প্লিজ!!
ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। কত সুন্দর করে আবৃত্তি করে করে কবিতাটা পড়া হতো। "সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।