নিজের অসুস্থতা কিছু না পেয়ে শাহেদ এখন দাবী করছেন তার বিচিতে প্রচণ্ড ব্যাথা!

3 10
Avatar for Writer
Written by
4 years ago
Sponsors of Writer
empty
empty
empty

বিচির ব্যাথায় অস্থির যন্ত্রনায় ভুগছেন দাবী আসামী শাহেদ করিম

নিজের অসুস্থতা কিছু না পেয়ে শাহেদ এখন দাবী করছেন তার বিচিতে প্রচণ্ড ব্যাথা।

 সুস্থ হয়েও অসুস্থতার নাটক করলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ ওরফে শাহেদ করিম। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

রিমান্ডের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে দুদক প্রধান কার্যালয়ে আনা হচ্ছিল। পথে বুকে ব্যথা উঠে অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে শাহেদ অসুস্থবোধ করলেও ক্যামেরায় ধরা পরে ভিন্ন চিত্র। ভিডিওতে দেখা যায়, অসুস্থতার অভিনয় করা শাহেদ সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে ছিলেন হাসপাতালের জরুরি বিভাগে।

এ সময় তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। জরুরি বিভাগে বসেই তিনি সুস্থ মানুষের মতই আচরণ করছিলেন ও কথা বলছিলেন। তবে সাংবাদিকের ক্যামেরা দেখা মাত্রই অসুস্থতার ভান করে হাসপাতালের বেডে শুয়ে পড়েন এবং রোগী সাজার চেষ্টা করেন।

 

এ প্রসঙ্গে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন গণমাধ্যমকে বলেন, মো. শাহেদকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছে। এখন তিনি কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার ইসিজি রিপোর্ট ভালো। আরও কিছু পরীক্ষা করা হবে।

কিন্তু শাহেদ এটা মানছেন না তিনি এই রিপোর্টের প্রতিবাদ করে বলেন, ‘ভাই বুঝলাম আমি সুস্থ। আমার হার্টে সমস্যা নাই। আমার সব ভালো। কিন্তু আমি কেন ব্যাথা পাচ্ছি। ‘

‘আপনার কোথায় ব্যাথা?’

 

এমন প্রশ্নে সাংবাদিকদের এড়িয়ে গেলেও আরেকবার এই প্রশ্ন করা হলে তিনি কাচুমাচু করে বলেন,

‘আরে ভাই সব কি বলে দিতে হবে? আপনার সাংবাদিক অনুসন্ধান করে বের করুন না?’

অনেক চাপের মুখে শাহেদ পরে জানান তার বিচিতে প্রচন্ড ব্যাথা অনুভব হচ্ছে। অসহ্য ব্যাথা নিয়ে দিনাতিপাত করছেন বলে জানান শাহেদ।

তিনি আরো বলেন, ‘এই ব্যাথামুক্তির জন্যে আমি বিদেশে গিয়ে চিকিৎসা করতে চাই। আমার চিকিৎসার জন্যে আমাকে বিদেশে যেতে দেওয়া হোক। না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভাই…..’

তিনি দেশবাসীর কাছে আকুল আবেদন করেন যাতে দেশবাসী তাকে এই সুযোগ টুকু দেয়।

এর আগে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতেও শাহেদকে বিএসএমএমইউ-তে নিয়ে আসা হয়েছিল বলে জানান তিনি।

নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গত ৬ জুলাই রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরপর গত ১৫ জুলাই ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীরের সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করা হয়।

অর্থ আত্মসাৎ মামলায় সোমবার (১৭ আগস্ট) দুদক কার্যালয়ে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় শাহেদ করিমকে। একই কার্যালয়ে আজ মঙ্গলবার ছিল তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসার দিন।

 

1
$ 0.00
Sponsors of Writer
empty
empty
empty
Avatar for Writer
Written by
4 years ago

Comments

wow... very good.. i appritiate you...

$ 0.00
4 years ago

ak comment duibar korle spam dhorbe & Balance kete nibe, Be carefull

$ 0.00
4 years ago

Nice post dear please view my post click https://read.cash/@devjani/good-evening-all-user-4462a14c

$ 0.00
4 years ago