বাংলাদেশ ফুটবলের অবনতির জন্য বাফুফের প্রতি ক্ষিপ্ত দেশের ফুটবল প্রেমিরা। তাই বাফুফে এর কমিটির পরিবর্তন চাই সকল ফুটবল ভক্তরা।
বাফুফে এর বর্তমান কমিটির সভাপতি, কাজি সালাউদ্দিন। গত ২০১৬ সালে সভাপতির আসনে বসার মাধ্যমে টানা তৃতীয় বারের মতো বাফুফে সভাপতি আসনে আছেন তিনি।
২০২১ সালের এপ্রিলে বাফুফে নির্বাচন হওয়ার আভাসে এক বছর হাতে রেখেই চতুর্থ বারের মতো নির্বাচনে অংশ গ্রহণ করে সভাপতি আসনে থাকতে চান কাজি সালাউদ্দিন। তার এই সিদ্ধান্তে ক্ষিপ্ত দেশবাসী। ফুটবলের অবনতির জন্য কাজি সালাউদ্দিন এর অবদান পুরোটা, তার পদত্যাগ দরকার, দেশের ফুটবল বাচাতে নতুন কমিটি প্রয়োজন, সালাউদ্দিন এর পতন প্রয়োজন এমন প্রচারণায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মিডিয়া।
জনগণের দাবী আদায়ের পক্ষে কাজি সালাউদ্দিন এর সাথে সিসির সরাসরি সাক্ষাতে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফিফা র্যাঙ্কিয়ের তলনিয়ে থাকলেও এক্টা জায়গায় দেশের সকল মানুষ গর্ববোধ করতে বাধ্য, বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় মেসির পদচারণা লেগেছে দেশের ফুটবলে। আর এটা সম্ভব হয়েছে কেবল আমার মাধ্যমেই, আমার জন্যেই। তাই দেশের ফুটবলে এমন গৌরবময় ইতিহাস আনার জন্য দেশের সবার উচিৎ আমাকে আবার নির্বাচিত করে দেশে মেসি নেইমার কে আনার সুযোগ করে দেওয়ার।
1
12