ইলিশের প্যাকেটে পুঁটি মাছ ইন্ডিয়ায় রপ্তানি করেছে অসাধু মাছ ব্যবসায়ীরা

1 13
Avatar for Writer
Written by
4 years ago
Sponsors of Writer
empty
empty
empty

বেশ কয়েকদিন ধরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পেঁয়াজ এবং ইলিশ নিয়ে ঝামেলা চলছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইলিশ পাঠানো হয়, তবে ইন্ডিয়া বাংলাদেশের এই ঋণ পরিশোধ করেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে।

ইতিমধ্যে বাংলাদেশে চলছে তুমুল আলোচনা। এই সবকিছু বিবেচনা করে দেশের অন্যতম ইলিশ রপ্তানি কারক স্থান চাঁদপুরের ইলিশের বাজার পর্যবেক্ষণ করেন সিসি সাংবাদিকগন। এই পর্যবেক্ষণে বেরিয়ে আসে এক ভিন্ন রকম ঘটনা! চাঁদপুরের অসাধু ইলিশ ব্যবসায়ীরা ইলিশ মাছের বরফ করা প্যাকেটে ডাকাতিয়া নদীর পুঁটি মাছ প্যাকেটিং করছেন ইন্ডিয়া রপ্তানি করার জন্য।

এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, ইন্ডিয়ান সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ফলে তারা এমনটি করছেন।

4
$ 0.00
Sponsors of Writer
empty
empty
empty
Avatar for Writer
Written by
4 years ago

Comments