HSC হবে না শোনে খুশিতে ফকিরকে ৫০০ টাকা দিয়েছিল এখন এই টাকার জন্যে ফকিরকে খুঁজছে আনিকা!
আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক (ভার্চুয়াল) সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথাই জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে কে জানি বলেছিল এ বছর হবে না এইচ এস সি পরীক্ষা হবে না। আর তাতেই বিশ্বাস করে বসেছিল আনিকা।
খুশীতে ৫০০ টাকার কচকচা নোট দান করেছিল আনিকা। কিন্তু আজ শিক্ষামন্ত্রীর ঘোষনা শুনে পুরাই তব্দা খেয়ে যায় আনিকা।
শিক্ষামন্ত্রী ঘোষনা দিয়ে জানান এ বছর hsc পরীক্ষা অবশ্যই হবে। আর সামনের সপ্তাহে দেয়া হবে hsc এর রুটিন।
এমন খবর শোনে এখন পাগলের মতো ওই ফকিরকে খুঁজে বেড়াচ্ছেন আনিকা। কেননা এই ৫০০ টাকায় ছিল তার এই মাসের হাতখরচ
ফকিরের ছবি পোস্ট করে আনিকা ফেইসবুকে লিখেন,
এই ফকিরকে ধরিয়ে দেন। এই ফকির আমাকে ভাঙতি দিবে বলে আমার ৫০০ টাকা নিয়ে ভেগে গেসে।
Nice article hahaha