ঘুম থেকে উঠে শুনি আজ নাকি আমার ৭৯তম মৃত্যুবার্ষিকী: রোদ্দুর রয়

1 5
Avatar for Writer
Written by
3 years ago
Sponsors of Writer
empty
empty
empty

মৃত্যুবরণ করার আগেই ভক্তদের কাছ থেকে ৭৯তম মৃত্যুবার্ষিকী উদযাপনের মতো 'উপহার' পেলেন বিশ্বকবি রদ্দুর রয়। বেশ চাঞ্চল্যকর, হতচকিত এই খবরে নিজেই অবাক বনে যান তিনি। অবাক হয়ে নিজের একটি ফেক আইডি থেকে নিজস্ব স্টাইলে রোদ্দুর রয় আমাদের বলেন, 'সালা, একেবারে বকা হয়ে গেলাম!'

 একটু ক্রিপি ভঙ্গিতে হো হো করে হেসে রদ্দুর রয় আরো বলেন, 'রাতে একটু হাই ঘুমিয়েছিলাম! ঘুম থেকে উঠে দেখি বাড়া আজ নাকি আমার ৭৯ তম মৃত্যুবার্ষিকী। ফেসবুকে সব ভক্তরা '৭৯ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা বিশ্বকবি' লিখে স্ট্যাটাস দিচ্চে।'

এরপর কিছুটা বিমর্ষ হয়ে অপলক তাকিয়ে থেকে তিনি বলেন, 'সালা, আমার বয়স কি ৭৯ বছর হয়েছে? মৃত্যুবার্ষিকী কীভাবে ৭৯ তম হয়ে গেলো! পোঁদের কোন হিসাব তো মেলাতে পারচি না দাদা।'

এই পর্যায়ে তিনি হো হো করে হেসে উঠে, 'ওসসালা, আমার তো মনে হচ্ছে আমি এখনো মরিই নাই' বলে আবারো বিমর্ষ হয়ে যান।

ভক্তদের অনুরোধ রাখতে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুবার্ষিকী পালনেও খুব একটা আপত্তি নেই বলে জানান রোদ্দুর রয়। তবে স্বর্গবাসী হলে কিছুটা ঝামেলায় পড়ে যাবেন-এমনটা উল্লেখ করে রোদ্দুর বলেন, 'নরকে বেঁচে থাকার স্বাদ পেয়ে গেছিলাম। ভক্তরা জোর করে স্বর্গে পাঠাইয়া দিলো। কষ্ট হবে। বাট বাড়া ভক্তদের জন্য বিশ্বকবি রোদ্দুর রয় সব করতে পারে।'

এ পর্যায়ে তিনি হঠাৎ 'সালা চাঁদ উটেচিল গগনে' বলে চেঁচিয়ে উঠে আবারও ফিকফিক করে লজ্জিত ভঙ্গিতে হাসেন।

সিগারেট সদৃশ একটা শলাকা হাতে নিয়ে বেশ হতাশা মাখা সুরে রোদ্দুর বলেন, 'সালা স্বর্গে গাঁজা আছে, সারাব আছে, আগুন তো নাই। এই আগুনের জন্য আবার নরকে যেতে হবে। যাব্বাড়া, যাবোই না সজ্ঞে...'

সবশেষে তিনি ভক্তদের উদ্দেশে নিজেই নিজেকে মৃত্যুবার্ষিকীর শুভেচ্ছা জানান।

 

2
$ 0.00
Sponsors of Writer
empty
empty
empty
Avatar for Writer
Written by
3 years ago

Comments

Hahaha so funny actor and singer the Roddur Roy is.I like him personally because of his spirit to tell the truth against lie and racism.

$ 0.00
3 years ago