চীন ভিত্তিক স্মার্টফোন নির্মাণকারী ব্র্যান্ড হুয়াওয়েকে আর অ্যান্ড্রয়েড সেবা দেবে না মার্কিন টেক জায়ান্ট গুগল। ফলশ্রুতিতে হুয়াওয়ের নতুন মডেলের হ্যান্ডসেটগুলোতে আর থাকছে না জিমেইলসহ অন্যান্য জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত গুগল অ্যাপসগুলো।একই সঙ্গে বর্তমানে বাজারে থাকা হুয়াওয়ের ডিভাইসগুলোতে আর কোনো ধরনের আপডেট ভার্সন পাওয়া যাবে না স্মার্টফোনের জন্য গুগল মালিকানাধীন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডর।
রোববার (১৯ মে) আন্তর্জাতিক একটা সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি সামনে আসে।
-বিডি নিউজ ২৪.কম
এদিকে এই ঘটনায় মুষড়ে পড়েছে হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা।এতো টাকা দিয়ে ফোন কিনে তাদের এখন মাথায় হাত দেবার অবস্থা। গুগল না থাকলে কেমনে কি হবে?
সারাবিশ্বের ব্যবহারকারীদের মতো বাংলাদেশে পড়েছে এর প্রভাব। গুগল ছেড়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশী ব্যবহারকারীরাও পড়েছেন মহা দুশ্চিন্তায়। তবে এর মধ্যে ঘটে যাচ্ছে চমকপ্রদ ঘটনা। ছিনতাইকারীরা এই ফোন নিতে চাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এইডা কি ফোন কিনলাম ভাই। ছিনতাইকারীরা নিতে চাচ্ছে না। পকেটে ফোন ছিল ছিনতাইকারী ধরলো রাস্তায়।
এসে জিজ্ঞেস করলো যা আছে সব দিয়া দে। আমি পকেট থেকে নতুন কিনা হুয়াওয়ে ফোন বের করে দিলাম। সে তো নিলোই না রাগে গজরাতে গজরাতে বললো
“ হারামজাদা এইডা কি নিয়া ঘুরোস? জানোস না আজকাল এইসব আর চলে না। নে ভাগ” বলে আমার ফোনটি আমার হাতে দিয়ে ছিনতাইকারী দৌড়ে পালিয়েছে।
ঘটনা বলতে বলতে আনন্দে তিনি কেঁদে দেন।
Hahaha.. I enjoy your all articles. All are so funny