রোল্ড ডাল, ব্রিটিশ ঔপন্যাসিক, ছোট গল্পকার ও চিত্রনাট্যকার। তার সাহিত্যে খুঁজে পাওয়া যায় দারুণ সব উক্তি। চলুন দেখে নিই ব্রিটিশ এই সাহিত্যিকের ১০টি সেরা উক্তি।
১#
কোনো ব্যক্তির মনে নোংরা চিন্তা থাকলে, তা তার চেহারায় ফুটে ওঠে। এবং সেই ব্যক্তির মনে নোংরা চিন্তা প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি বছর থাকে, চেহারাটা কদর্য থেকে কদর্যতর হতে থাকে যতক্ষণ না পর্যন্ত এতোই কদর্য হয়ে যায় যে সেই মুখের দিকে আর তাকানোই যায় না৷ (দ্য টুইটস)
২#
সুন্দর ভাবনার একটা লোক কখনও অসুন্দর হতে পারে না। আপনার অদ্ভুত দর্শন নাক থাকতে পারে, বাকানো মুখ বা ডাবল চিন কিংবা উচু চোয়ালের দাঁত, কিন্তু আপনার ভাবনাচিন্তা যদি সুন্দর হয়, আপনার চেহারায় তা সূর্যরশ্মির মতো জ্বলজ্বল করবে। (দ্য টুইটস)
৩#
কোনো কিছু করে পার পেয়ে যেতে চাইলে কখনও কোনো কিছু অর্ধেক করবেন না। দু:সাহসী হন। সর্বোচ্চ সীমায় যান। নিশ্চিত করুন যে যা কিছু আপনি করেন তা এতই পাগলাটে যে অবিশ্বাস্য মনে হয়। (মাটিল্ডা)
৪#
কিছুটা অর্থহীন কাজ, মাঝেমধ্যে, প্রজ্ঞাবানদের মধ্যে স্বাদবর্ধকের কাজ করে। (চার্লি এন্ড দ্য চকোলেট ফ্যাক্টরি)
৫#
তুমি যা বলছো আমি বুঝতে পারছি, এবং তোমার মন্তব্য মূল্যবান, কিন্তু আমি তোমার উপদেশকে অগ্রাহ্য করতে যাচ্ছি। (ফ্যান্টাস্টিক মি. ফক্স)
৬#
বেশিরভাগ অত্যন্ত আনন্দদায়ক বেশিরভাগ কাজ খুব ভীতিকর। যদি ভীতিকর না হতো তাহলে এতো উত্তেজকও হতো না। (ড্যানি, দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড)
৭#
আমি হেডমাস্টার হলো ইতিহাসের শিক্ষককে বিদায় দিয়ে, একজন চকলেটের শিক্ষক নিয়োগ দিতাম। (রোল্ড ডাল)
৮#
জীবনের সাফল্যের রহস্য হলো খুব খুব কঠিন এমন কিছুতে খুব খুব দক্ষ হওয়া। (দ্য হিচ-হাইকার)
৯#
যারা অলৌকিকে বিশ্বাস করে না, তারা অলৌকিক দেখতেও পায় না। (মিনপিনস)
হিউম্যান বিনসের ব্যাপার হলো তারা নিজের মোটা নাকের সামনে চোখে না দেখা পর্যন্ত কিচ্ছু বিশ্বাস করে না। (দ্য বিএফজি)
১০#
ব্যক্তির লেখক হতে চাওয়া এক ধরণের বোকামি। তার একমাত্র ক্ষতিপূরণ বলতে আছে, স্বাধীনতা। নিজে ছাড়া তার কোনো প্রভু নাই, এবং ঠিক এই কারণেই, আমি নিশ্চিত, সে লেখে।
I went to you with like comments But I didn't get any back, very sad However, the quotes are very beautiful