ফেসবুকে গত দুদিন ধরে জরাজীর্ণ, ঘাস উঠে যাওয়া হোমগ্রাউন্ড বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের একটি ছবি ভেসে বেড়াচ্ছে। এই ছবি নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে প্রচুর সমালোচনা ও ক্ষোভ জন্ম নিয়েছে। তবে সবকিছু উড়িয়ে দিয়ে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন মাঠের এমন বেহাল দশাকে ২০২২ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের রোডম্যাপেরই একটি অংশ বলে দাবি করেছেন।
নিজের একটি ফেক আইডি থেকে জিনিসটার ব্যাখ্যা করে তিনি বলেন, 'খেয়াল করুন, ঘাস উঠে গিয়ে মাঠটাকে বিশ্ব মানচিত্রের মতো লাগছে। খেলোয়াড়রা মাঠে নামলেই একটা বৈশ্বিক ভাইব পাবে। বিশ্বকাপে খেলার জন্য এই বৈশ্বিক ভাইবটা দরকার আছে।'
এছাড়াও তিনি জানান, 'বিশ্বের মানচিত্র আঁকা এই মাঠে একটা চায়ের কাপ রাখলেই এখন বিশ্বকাপ পাওয়া হয়ে যাবে!'
মাঠের দক্ষিণ পাশের ঘাঁস উঠে যাওয়া অংশ দেখিয়ে তিনি বলেন, 'এইটা হইলো বার্নাব্যু ম্যাপ, আর তার পাশেরটাই হইলো ন্যু ক্যাম্প। একটু আগালে ওল্ড ট্রাফোর্ড। বামপাশে লং পাস করলেই বল চলে যাবে এনফিল্ডে। একই মাঠে এত এত বিখ্যাত স্টেডিয়ামের ফিল খেলোয়াড়দের বিশ্বকাপ জেতার জন্য মানসিকভাবে প্রস্তুত করবে।'
স্টেডিয়ামে এই ম্যাপটি তৈরি করতে পুরো সভাপতি-জীবন কাটিয়েছেন বলেও জানান সালাউদ্দিন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'একটা একটা করে ঘাস তুলে ঠিকঠাক ম্যাপ বানাতে এতগুলো বছর নিরলস পরিশ্রম করেছি। আর আপনারা আমাকে বয়কট করতে চান। করেন বয়কট। আমি আপনাদের বয়কট করছি না। দেশের ফুটবলের উন্নয়নে আমি এভাবেই ঘাস তুলে যাবো।'
এতকিছুর মাঝে টেকনিক্যাল ফুটবল ও র্যাঙ্কিংয়ে দেশ আগাবে কবে? আমাদের এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, 'এখন নির্বাচনের টাইম। এই সময়ে র্যাঙ্কিং চিন্তা নির্বাচনের ক্ষেত্রে ক্ষতিকর। ইনশাল্লাহ ভোটে জেতার পর র্যাঙ্কিং সমহারে