রিদ্দো রঙ্গন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের হোগা মেরে আসছেন। হালের সেনসেশন হিসেবে খ্যাত এই প্রতিভাটি উঠে এসেছিলেন ক্ষুদে গানরাজ থেকে। বর্তমানে কভার আর্টিস্ট হিসেবে পরিচিত পেয়েছেন অনলাইনে। বাচ্চাদের ভয় দেখিয়ে ঘুম ভাঙাতে রিদ্দো রঙ্গনের গান ব্যবহার করা হচ্ছে বলে সম্প্রতি গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এমনকি রিদ্দো রঙ্গনের কভার করা তাহসানের আলো আলো গানটির ভিডিও ব্যবহার করেও অনেক বাবা মায়েরা তাদের বাচ্চাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ভাত খাওয়াচ্ছে বলে জানা গেছে।
মিরপুরের রাইসুল আলম নামে এক ব্যক্তি বলেন, “আমার ছয় বছরের বাচ্চাটার ভাতের প্রতি অনিহা। দুই ন্যালা খেয়ে উঠে অন্য রুমে চলে যেত। ভাতের প্লেট নিয়ে তার পেছন পেছন ঘুরা লাগত। এরপর আমি রিদ্দো রঙ্গনের আলো আলো কভার করা গানের সন্ধান পাই। এই গানে রিদ্দোর ভেটকানি দেখে আমার ছেলে ভয়ে আর অন্য রুমে যায় না। খাটের উপর পা তুলে বসে থাকে। এবং সবটুকু ভাত খায়।
Hahahha so funny article. Where you find these kind of article?😂😂😂👌.Amazing fun😂✌.Write more brother👍