Avatar ট্রেন্ড ফলো করা শিশুদের জ্বলাতংক টিকা দিতে সরকারের নির্দেশ

0 7
Avatar for Writer
Written by
4 years ago
Sponsors of Writer
empty
empty
empty

"avatar ট্রেন্ড ফলো করা শিশুদের জ্বলাতংক টিকা দিতে সরকারের নির্দেশ"

জনগণের সুস্বাস্থ্যে নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক 'টিকা' ব্যবস্থা একটি বিশেষ পদ্ধতি। জন্মের পর থেকে নানা ভিত্তিতে শিশুকে টিকা প্রদান করে শিশুর দৈনিক বৃদ্ধির পাশাপাশি মানসিক সুস্থতায় ভূমিকা রাখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে এলাকা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্স।

পরিনিত বয়সে শিশুকে টিকা থেকে বঞ্চিত করা শিশুকে নানাবিধ মানসিক ও শারিরীক ভাইরাস ও রোগের দিকে ঠেলে দেওয়ার সামিল। পরিনিত বয়সে শিশুকে টিকা না দিলে যে কটি ভাইরাস ও রোগে ভুগে তার একটি ঘনঘন ট্রেন্ড ফলো করা।

সম্প্রতি avatar নামক ট্রেন্ডটিও টিকা বঞ্চিত মানসিক সমস্যার কারণ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান গনমাধ্যমকে জানান, কুকুরের কামড় থেকে ট্রেন্ড রোগটি হয়। কুকুরের কামড় খাওয়ার সময় যত দীর্ঘায়িত হতে থাকে কামড় খাওয়া মানুষ টি তত কুকুরে পরিনত হতে থাকে। কুকুরে পরিনত খাওয়ার ক্ষেত্রে শিশু বয়সে টিকা অনেক কার্যকারিতা পালন করে। কামড় খাওয়া মানুষ কে টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এই রোগ থেকে রক্ষা করে। তাই সকল অভিভাবকদের উচিৎ শিশু বয়সে শিশুকে টিকা দেওয়া এবং টিকা বঞ্চিত হয়ে এখন যারা avatar ট্রেন্ড রোগে ভোগতে ভোগতে কুকুরে পরিনত হচ্ছে তাদের জ্বলাতংক টিকা প্রদান করার মাধ্যমে সুস্থতার দিকে আনা

1
$ 0.00
Sponsors of Writer
empty
empty
empty
Avatar for Writer
Written by
4 years ago

Comments