কে বড়

2 8
Avatar for Wasia.22
3 years ago

কে বড় ?

আমি ? না,আমার সরকার ?

এইসব জটিল প্রশ্নের উত্তর আগে জানা দরকার।

কে বড় ?

মানুষ ?

না মানুষের ধর্ম ?

তা না হলে কিভাবে বিচার হবে মানুষের কর্ম।

কে বড় ?

বিজ্ঞানী না বিজ্ঞান ?

তা না হলে কেমনে জানবেন পরমজ্ঞান।

কে বড় ?

সৃষ্টি না স্রষ্টা ?

সঠিকভাবে নিরূপণ করতে না পারলে আমরা তো হয়ে একেবারেই যাবো

একেবারে ধর্মভ্রষ্টা !

কে বড় ?

নশ্বর দেহ ? না ,দেহের মধ্যের আমি ?

মূল্যায়ণ না করতে পারলে অজানাই থেকে যাবে সবচেয়ে কে বেশি দামি ?

নেতাদের কাছে কোনটা বড় ?

ভোট না ভোটার ?

তা নাহলে বুঝবো কি করে নেতারা ভোটারদের প্রতি কতখানি উদার ?

কে বড় ? সরকার না জণগণ ?

তা না হলে কি করে বিচার হবে ?

সরকার,করছে কতটা জণগণের উন্নয়ন ?

কে বড় ?

শিক্ষক না শিক্ষকের অর্জিত জ্ঞান ?

তা না হলে কি করে মূল্যায়ণ হবে কতটা উপযুক্ত তিনি!

করতে শিক্ষার্থীদের জ্ঞান দান ?

কে বড় ?

ধনি না ধনী ?

না হলে তো বিচারের ফল অজানাই থেকে যাবে !

আসলে দুইয়ের মধ্যে আসলে কে ? মানুষের চোখের মণি।

কে বড় ?

কবিতা না কবি ?

বোঝা যাবে তখনই,

কবি পাঠকের মনের মণিকোঠায় আঁকতে পেরেছেন কতটা বিষয়বস্তুর পরিপূর্ণ ছবি !

কে বড় ?

ভগবান না ভক্ত ?

বলা ভারী শক্ত।

বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর !

ভক্ত'কে বড় করেছেন ভগবান !

এমন নজির পৃথিবীর বুকে আছে কিন্তু প্রচুর।

3
$ 0.03
$ 0.02 from @Greebajj
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Wasia.22
3 years ago

Comments

Nice article

$ 0.00
3 years ago