0
8
আমি দেখতে নাহি ভালো,
আমার গড়ন কৃষ্ণ কালো।
কালো বলে ফিরিয়ে দিলে
বাসলে না কো ভালো।
কালো চোখে কাজল মেখে
সাজতাম ইচ্ছে যতো,
জানতাম না তো কাজলে আমায়
লাগতো ভূতের মতো।
মেকআপ করি পাউডার মাখি
ঠোঁটে লাল লিপস্টিক,
অন্য সব মেয়েদের মতো
কপালে দিতেম টিপ।
সবি ছিল তোমার তরে
বুঝলে না কো তুমি,
ভেংচি দিয়ে হাসলে বেশ
কালো বলে আমি।
কালো বলে সাজতে বারণ!
তাদেরো তো ইচ্ছে হয়,
বুঝলে না যে মনুষত্বই সব
চেহারা কিছুই নয়।
সেদিন কদম ছড়া হাতে নিয়ে
গেলাম তোমার কাছে,
ফিরিয়ে দিলে হেসে হেসে
ভাবলে না;তারো একটা মন আছে।
হো হো করে বললে হেঁসে
এই যে মিসেস কালো,
আমায় ভালোবাসার সাহস
কেমন করে হলো?
ফিরিয়ে দিবে বললেই হতো
উপহাসের কি মানে?
সুন্দরের মুখোশ পরে আঘাত
হানলে অবুঝ মনে।
বার বার ভাসছে মনে
কেনো হয়েছি কালো ?
একটু ফর্সা হলেই বুঝি
বাসতে আমায় ভালো।।