ব্যাকুল প্রেম।

1 14
Avatar for Wasia.22
4 years ago

সপ্তদিনের বৃষ্টি যেন খরা

প্রার্থনায় রহিছে ত্বরা

ব্যাকুল ভারী শুকনো হৃদয়।

ভাবিছে শুধু নয়ন মেলি

এ কেমন প্রহর এলি

কবে জানাবি মোরে বিদায়।।

প্রহর না বুঝিস ব্যাকুল কত

চকিত দৃষ্টিতে নিশিদিন রত

কতই না জানি স্বপ্ন ঝরিছে।

নোঙর ওঠা নে রে বিদায়

সে জনে যেন দেখি সদায়।

অঝরে কত অশ্রু বরিষে।।

বুঝি নাহি আপনার মনে

দিয়াছে কত আঘাত হেনে

হেনকালের অসময়ের বৃষ্টি।

অশ্রুসজল চক্ষে আজি

স্রোতস্বিনী নদী ঝর্ণা সাজি

করিছে এ দুঃখের সৃষ্টি।।

কেমন হে দিবস রজনী

বোঝে নাহি সে দুখিনী

কাঁদিছে সে প্রেমিক তরে।

নয়নে আজ মেঘ পরী

বৃষ্টি আজ পড়িবে ঝরি

কাঁপিছে সুর কণ্ঠস্বরে।।

স্মৃতিচারণ করিছে শুধু

হৃদয়ে তার নাহি মধু

জীবন তব দুর্বিসহ।

প্রহর গুনিছে আপন মনে

ক্ষয় হয়েছে সুখ রনে

সহিতে নাহি এ বিরহ।।

উদাসীন বিধা প্রেমিক প্রতি

সেজন বিনা নাহি গতি

হৃদয়ে তব অগ্নিশিখা।

বেদনা যেন উজাড় করি

ভরিছে প্রেমিক তরী

নাহি এক পলক দেখা।।

হে প্রিয় কতদিন আর স্বপ্ন

দেখিয়া রব ঘুমে মগ্ন

ফিরিবেনা কি সে খুশি?

তৃপ্ত আর না বহে আসে

ভূবনে আজ পাগল বেশে

তুমি বিনা রহে দিবানিশি।।

--------

2
$ 0.00

Comments

কবিতাটি খুব ভালো লেখেছে।একটা ছন্দের মিল আছে। আমি জানি তুমি পারবে আরো এগিয়ে যেতে।

$ 0.00
4 years ago