বিধাতার লেখন ভাগ্য বলে গন্য হয়।
সৃষ্টিকর্তা মানুষের জীবনে প্রত্যেক জায়গায় বিকল্প রেখেছেন। বরাবর রেখেছেন। জীবনে কিছু করতে গেলে সব সময় দুইটা অপশন আছে।
প্রশ্ন করতে পারেন কিছু ক্ষেত্রে একটাই অপশন আছে সেক্ষেত্রে?
উত্তর হচ্ছে এই একটা অপশন যে পৌছেছেন সেটার আগে নিশ্চয় কোন একটা জায়গায় দুইটা অপশন ছিলো সেখান থেকে আপনি যেকোন একটায় পছন্দ করে এই এক অপশনে পৌছেছেন।
জীবনের অন্যতম ব্যাপার হলো বিধাতার লেখা জীবনে ভুল
কদম শুধরে নিতে পারা যায়না কিছু ক্ষেত্রে।
এখন আমার কথা হলো আপনাকে বিধাতা চিন্তাশক্তি দিছে। কিছু করার আগে চিন্তা করবেন এরপর করবেন। নাইলে পস্তাতে তো হবে। একটা ভুল কদম আপনাকে অনেক কাঁদাবে। নিজের ভুল কদমে পস্তাবেন আর বিধাতাকে দোষারোপ করবেন তা কি যৌক্তিক?
বিধাতা সুন্দর একটা জীবন রেখেছে আপনার জন্য। সেখানে আপনি আপনার ইচ্ছানুযায়ী জীবন যাপন করবেন। অনিয়ম করলে দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি।
জীবনে অনেক অনেক জায়গায় দাড়িয়ে একটায় অপশন পাবেন। যেমন জন্ম নিলে মৃত্যু। সো মাথায় চিন্তাশক্তি আছে কাজে লাগান। সাফল্য ধরা দিবেই। একালে না হোক ওকালেই ধরা দিবে।
My luck is very bad. Always i want something but i doesn't take it. Your article writing is very good. Carry on.