আত্মবিশ্বাস বাড়লে, সফলতা অবশ্যই বাড়বে

3 29
Avatar for Utshobangladesh
3 years ago

হ্যা আমি আপনাকেই বলছি, একবার চ্যালেঞ্জ নিন !

==========================

পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন। জীবন তো একটাই।

এই জীবন একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের।

Do or Die বলার দিন শেষ। যা করার তা আপনাকে জীবিত অবস্থায় করে যেতে হবে। তাই আমি কঠিন ইস্পাতের মত দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলি Do before Die।

কিছু করতে হলে আজই করুন, এখনই করুন।

সফল ব্যক্তিগুলো সব সময় পাশের বা রথড়িতে জন্মায় কেন?

এসপি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, ম্যানেজার এরা সবাই পাশের বাড়ির মানুষ হয় কেন?

কেন সেটা আপনি হতে পারেন না? স্বপ্ন তো আপনিও দেখেন, তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যের ঘরে পূরণ হয়? কারণ আপনি স্বপ্ন দেখেন কিন্তু Action এ যান না।

.

বস, একবার চ্যালেঞ্জ নিন। জেদটা ঠিক জায়গায় রাখুন।আমার কাছে সফলতার সুত্র একটাই- আগে শুন্য থেকে উঠে এসে সবার মত হব, এরপর ইস্পাত কঠিন মনোবলে সবাইকে ছাড়িয়ে যাব। কে বললো "তুমি পারবে না " আর কে বললো "তোমাকে দিয়ে হবে না " এসব ভাবনার টাইম নেই বস।

স্বপ্ন দেখুন, প্ল্যান করুন, Action এ নামুন।

দেখিয়ে দিন - You are not average, You are the Boss. You are Unique.

"আরেকটু চেষ্টা করলেই কাজটা হয়ে যেত "- এটা বলে আফসোস করার চেয়ে, সর্বোচ্চ চেষ্টাটা করে ফেললেই তো হয়ে যায়। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর "আমার ভাগ্যটাই খারাপ "

এটা বলার আগে আমি অন্তত একশবার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করি, আমি কি আসলেই সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম? যে কাজটা আপনি পারেননি, সে কাজটা কিন্তু কেউ না কেউ ঠিকই পেরেছে। আপনি স্বীকার করেন আর নাই করেন, আমি বিশ্বাসের সাথে স্বীকার করি- আমার না পারা কাজটা যিনি পেরেছেন তিনি আমার চেয়ে অন্তত এক বিন্দু হলেও বেশি যোগ্য, বেশি পরিশ্রমী।

১০০ মিটার দৌঁড়ে উসাইন বোল্টের চ্যাম্পিয়ান হওয়া দেখে আপনি কেন এটা ভাবছেন, তিনি শুধু ১০০ মিটারই দৌঁড়ালেন। ১০০ মিটার দৌঁড়ে চ্যাম্পিয়ান হওয়ার জন্য তিনি কয়েক হাজার মিটার দৌঁড় কয়েক বছর ধরে প্র্যাকটিস করেছেন। সে হিসেবটা কে করবে???

জীবনটা তো আপনার। আপনার হাত কেটে গেলে, রক্ত আপনার হাত থেকেই পড়ে, ব্যথাটাও আপনি পান। হাত কাটবেন আপনি আর ব্যথা পাবে অন্য কেউ এমন তো হয়নি কখনো।

আপনি ব্যর্থ হওয়ার পর হাজারটা অজুহাত দিলে লক্ষ জনে শুনবে, কিন্তু কেউ আপনাকে সফল করে দিবেনা। আল্টিমেটলি আপনি ব্যর্থই থাকবেন। আপনি কী পারবেন আর কী পারবেন না, তা কেবল আপনিই দেখিয়ে দিতে পারেন। নিজে নিজে শ্বাস নিয়েই আপনাকে বাঁচতে হয়। আপনার সবচেয়ে প্রিয়জনেরও সাধ্য নেই নিজে একটু বেশি শ্বাস নিয়ে আপনাকে দুই দিন বেশি বাঁচিয়ে রাখতে। আপনার জীবনের সবকিছু আপনাকেই করতে হবে।

অতএব কারো নেগেটিভ ভবিষ্যৎ বাণীতে হতাশ হবেন না। Your STORY will be the best HISTORY. ইতিহাস আপনাকে রচনা করতে হবেনা। বরং আপনাকে নিয়েই ইতিহাস রচিত হবে।

অন্যের অকথায় কুকথায় কান দিবেন না, আপনি যেমনভাবে চলেন না কেন মানুষ আপনাকে নিয়ে ভালো খারাপ মন্তব্য করবে। এটাই স্বাভাবিক। ভালো মন্তব্যগুলোকে উৎসাহ মনে করে, নিজের উপর আস্থা, ভরসা রেখে অন্যের খারাপ মন্তব্যকে শক্তি হিসেবে গ্রহন করে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। সফলতা আপনাকে ধরা দিতে বাধ্য।

বস, জীবনটা যদি আপনার হয়, সফলতা ব্যর্থতা সবই যদি আপনার হয়; তবে আপনি পারবেন কি পারবেন না তার নির্ধারক কেন অন্য কেউ হবে?

দৌঁড়াতে হলে নিজের পায়ের জোর লাগে, অন্যের পা কতটা শক্তিশালী তা দিয়ে আপনার গন্তব্যে পৌঁছানো যাবেনা। স্বপ্ন যদি ভুল করেও একবার দেখে ফেলেন, তবে তা পূরণ করেই ছাড়বেন। প্রয়োজনে স্ট্র্যাটেজি পাল্টাবেন, চিন্তা পাল্টাবেন, পথ পাল্টাবেন; যা যা পাল্টানোর সবই পাল্টাবেন কিন্তু ভুলেও স্বপ্নটা পাল্টাবেন না, টার্গেট পাল্টাবেন না। গতবার যিনি চ্যাম্পিয়ান হয়েছেন এবার যদি আপনি তার চেয়ে একটু বেশি শ্রম দিতে পারেন, তবে আগামীবারের চ্যাম্পিয়ান এওয়ার্ড তো আপনার হাতেই উঠবে। জীবনের হিসেবটা এখানে খুবই সহজ।

___এতো সময় নষ্ট করে পড়ার জন্য, ধন্যবাদ।

7
$ 0.00
Avatar for Utshobangladesh
3 years ago

Comments

Bahhh vai ar sthaa onek valo laga bivinno and his team mate on 2captha in pabna for their second season in pabna for their final 6 games against boollaOvishap and comment from the room at 9 th place

$ 0.00
3 years ago

জি ভাই আত্মবিশ্বাস মানুষের জীবনে অনেক বড় সম্পদ, আত্মবিশ্বাস থাকলে মানুষের জীবনের সাফল্য নিয়ে আসে।

$ 0.00
3 years ago

ঠিক বলেছেন ভাই। আত্মবিশ্বাস এর জোর অনেক বেশি। আত্মবিশ্বাস দৃঢ় থাকলে অনেক দূরে এগিয়ে যেতে পারে মানুষ।

$ 0.00
3 years ago

হ্যাঁ ব্রাদার অনেক সুন্দর হয়েছে আপনি যেটা আলোচনা করা যায় সেটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়লে সফলতা আসবে। আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা আপনাকে গড়ে তুলবে তার লক্ষ্যে পৌঁছতে। আসলে আমি যদি মনেপ্রাণে বিশ্বাস করি যে আমি একজন ভালো শিক্ষক হবে তাহলে অবশ্যই সম্ভব হবে।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। নিজে ভালো থাকুন সকলকে ভাল রাখুন রাখুন।

$ 0.00
3 years ago

আত্মবিশ্বাস মানুষের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আত্মবিশ্বাস ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। অনেক বড় কাজে আত্মবিশ্বাসী যদি দৃঢ় হয় তাহলে কাজে অবশ্যই সফলতা আসে।

$ 0.00
3 years ago

অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট এর জন্য

$ 0.00
3 years ago

আত্মবিশ্বাস থাকলে আপনার সকল কাজে সফল হতে পারি। আমাদের সকলের নিজের আত্মবিশ্বাস টাকে দৃঢ় করা উচিত। লেখককে ধন্যবাদ গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপন দেবনাথ কষ্ট করে কমেন্ট করার জন্য

$ 0.00
3 years ago

আত্মবিশ্বাস থাকলে আমরা সহজেই সাফল্যের মুখ দেখবো তাছাড়া সম্ভব নয় আত্মবিশ্বাস হলো নিজের উপর বিশ্বাস। আত্মবিশ্বাস জীবনের একটা অংশ।

$ 0.00
3 years ago

ধন্যবাদ অনু আমার পোস্টে কমেন্ট করার জন্য

$ 0.00
3 years ago

আত্মবিশ্বাস মানে নিজের কাজের প্রতি বিশ্বাস থাকলে জীবনে সফলতা অর্জন করা যায় ৷ ধন্যবাদ আর্টিকেল টি লেখার জন্য ৷

$ 0.00
3 years ago

আদনান ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য

$ 0.00
3 years ago

আপনার অনুচ্ছেদ টা আসলেই অসাধারণ ছিলো. একটা অনুপ্রেরণা মূলক নির্দেশনা. এটা আমাদের জন্য অনেক সহায়ক হবে.

$ 0.00
3 years ago

আপনি ঠিক বলেছেন,,, আত্মবিশ্বাস থাকলে জীবনেে সফলতা পাওয়া যায়।৷।। আত্মবিশ্বাস থাকলে আপনি জীবনেে সবকিছুই করতে পারবেন।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর লেখার জন্য।।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে আবির ভাই আমার পোস্টে কমেন্ট করার জন্

$ 0.00
3 years ago

ভালো বলেছেন আত্মবিশ্বাস না থাকলে কখনো।সফলতা আাশা করা যাই না।জীবনের কিছু পেতে হলে আত্মবিশ্বাস থাকবে হবে না হলে জীবনে সফলতা কখনো আসবেনা।

$ 0.00
3 years ago

ধন্যবাদ অনিক ভাই

$ 0.00
3 years ago

একেবারে খাটি একটা কথা বলেছেন ভাইয়া। জিবনে সফলতা অর্জন করতে হলে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস বাড়লে সফলতা আসবেই।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য

$ 0.00
3 years ago

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। খুব ভালো লাগলো।

$ 0.00
3 years ago

Thanks for sharing this information. Failure is the pillar of success. I like this story. Your writing style is very different from other.

$ 0.00
3 years ago

Thank you so much

$ 0.00
3 years ago

একদম মনের কথাগুলো বলছেন ভাই, সত্যি আত্মবিশ্বাস নিয়ে যেকোনো কাজ করলে আমরা সেই কাজে সফলতা পাবোই। অনেক সুন্দন হয়েছে পোস্টটা।

$ 0.00
3 years ago

সফলতা পাওয়া জন্য দরকার আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে জীবনে কোনদিন সফলতা পাওয়া যাবেনা।ধন্যবাদ ভালো আটিকেল শেয়ার করার জন্য

$ 0.00
3 years ago

কিছু পেতে হলে কিছু দিতে হয়।তাই সফলতা পাওয়ার জন্য দরকার প্রচুর পরিশ্রম এবং মনোবল।।

$ 0.00
3 years ago

নিজের প্রতি বিশ্বাস রেখে যেকোনো কাজ করে যাওয়ার নাম আত্মবিশ্বাস ৷ আত্মবিশ্বাসী মানুষ বিশ্বাস করে কেউ পাশে না থাকলেও সে লক্ষ পূরণ করবে৷

$ 0.00
3 years ago

হ্যাঁ ঠিকই বলেছেন আত্মবিশ্বাস বাড়লে সফলতা অবশ্যই বাড়বে। আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা প্রিয় শত কটিন কাজও করা যায়।

$ 0.00
3 years ago

হ্যাঁ,, আপনিও ঠিক কথাই বলেছেন,,, কমেন্টে ধন্যবাদ

$ 0.00
3 years ago

নিজের উপর আত্মবিশ্বাস থাকলে প্রতি টি কাজে সফলতা অর্জন করা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর লিখা গুলো পোস্ট করার জন্য।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে কমেন্ট এর জন্য

$ 0.00
3 years ago

সুন্দর কথা লিখেছেন। ।। আত্মবিশ্বাস থাকলেই আপনি জীবনেে সফল হতে পারবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সাজিয়ে লেখার জন্য।।

$ 0.00
3 years ago

হুম,,, আত্মবিশ্বাস থাকলে জীবনে সফলতা অবশ্যই আসবে। এটা শুধু আমার জন্য না,, এটা সকলের জন্য বুঝতে পারছেন ভাই।

$ 0.00
3 years ago

সত্যি বাস্তব একটা কথা আমাদের সামিনে তুলে ধরার জন্যে।আসলেই আপনার কথার যুক্তি আছে।ধন্যবাদ

$ 0.00
3 years ago

অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট এর জন্য

$ 0.00
3 years ago

নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য

$ 0.00
3 years ago