Tried to write a little poem during the Lock Down. English version coming soon.
"অভিশপ্ত করোনা"
(লেখাঃ তুহিন শুভ্র মন্ডল)
আমি বিশ্ব যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখিনি,
তবে আমি মহামরী করোনার ভয়াবহতা দেখেছি, সামান্য ভাইরাসের কাছে সমগ্র মানবজাতির পতন দেখেছি,
পুরো পৃথিবীকে থমকে যেতে দেখেছি,
লাখ অসহায় মানুষের আর্তনাদ শুনেছি।
মায়ের চোখের সামনে তার সন্তানকে হারানোর
বেদনা দেখেছি,
অসহায় সন্তানের সামনে তার বৃদ্ধ পিতাকে ছটফট করে মরতে দেখেছি,
ক্ষুধার তাড়নায় জীবনের মায়া ত্যাগ করে হতোদরিদ্র
মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি,
আপনজন ছাড়াই চরম অবহেলায় মানুষের শেষবিদায় হতে দেখেছি।
সামান্য ভাইরাস মোকাবেলায় সকল হিংসা, দ্বেষ, অহংকার ভুলে সমগ্র বিশ্ববাসীকে এক হতে দেখেছি,
মানবসভ্যতার ছন্দপতনের মাঝে
প্রকৃতিকে তার চিরচেনা ছন্দ ফিরে পেতে দেখেছি,
আর প্রকৃতির কাছে মানবজাতি যে কতো তুচ্ছ-অসহায় তা উপলব্ধি করতে পেরেছি।।
(সমাপ্ত)
🚩Hope you have enjoyed it. I will put the English version of it very soon.
🚩Leave a 'LIKE' and 'COMMENT' below to share your opinion.👍
Awesomedl dada