I will go to the land of clouds to see the fairies, the clouds
One day he came to find me
Didn't get me that day though.
But there was a gold letter with the sun
But I was not taken
Then, how long did it take to see
Don't sew this.
He is arrogant, detached
Maybe his face is black and he is sitting on the road
The fairy is listening the mountain
And, And thinking that yesterday was gone To see his clouds .. Just then the hill said, he paid the pride of the clouds Clouds and mountain houses will accompany him The fairy went silent, what will you tell her ?? He saw Meghmala dressed in red Suddenly the sky became dark and there was a loud noise Then the farewell of the clouds Before the hill could be understood, a letter from Meghmala came Meghmala is married, and she will not return to the foothills.
And The hills are silent today to the beat of the wind.
মেঘের দেশে যাব পরী,
মেঘমালাকে দেখতে
একদিন যে এসেছিল নাকি আমায় খুজতে
সেইদিন যদিও পায় নি আমায়।
তবে রোদের কাছে দিয়ে ছিল একটি সোনা চিঠি
কিন্তু আমার আর নেওয়া হয় নি
তারপর, কতদিন কেটে গেল মিলনো না ত্ব দেখা
সে যে বড্ড অভিমানী, বিরহী
হয়ত মুখি কালোরঙ চেপে রেখে বসে আছে পথ চেয়ে
পরী শুনছে পাহাড়ীর কথা
আর,,
আর ভাবছে বলবে কালকে গিয়েছিল
তার মেঘমালাকে দেখতে..
ঠিক তখনি পাহাড়ি বলল, সে মেঘমালার অভিমান চুকিয়ে
তার সাথে বাধবে মেঘমালা আর পাহাড়ির ঘর
পরী চুপ করে গেল, কি বলবে তাকে??
মেঘমালাকে সে লাল টুকটুকে সাজতে দেখেছে
হঠাৎ আকাশ কালছে হয়ে গেল ধুমধাম আওয়াজ বইছে
তখনি মেঘমালার বিদায়বেলা
পাহাড়ি বুঝে উঠার আগেই মেঘমালার একখানা চিঠি চলে এলো
মেঘমালার বিয়ে হয়ে গেছে, আর সে পাহাড়তলিতে ফিরবে না
আর
হাওয়ার দোলের তালে তালে পাহাড়ি আজ নিঃশব্দ।