নারী পাইলট

2 16
Avatar for Tonmoy13
3 years ago

ফ্লাইট লেফটেনেন্ট তামান্না এবং ফ্লাইট লেফটেনেন্ট নাইমা- এই চেহারাদুটো চিনে নিন, নিজের বাসায় ছোট মেয়ে বা বোন থাকলে তাদেরকে এদের গল্প শোনান। ছেলেদেরকেও শোনান বেশি বেশি করে।

পৃথুলা রশীদকে মনে আছে? নেপালের প্লেন দুর্ঘটনার পর যাকে নিয়ে নোংরামি করে বাংলার বীরপুরুষেরা বলেছিল "মেয়েমানুষ দিয়ে প্লেন চালাইতে গেলে এমন তো হবেই!"

এই দুই তেজস্বিনী নারী আফ্রিকার কংগোর মত জায়গায় বাংলাদেশের প্রথম মিলিটারি পাইলট (নারী) হিসেবে কাজ করছেন।এনাদেরকে দেখে স্থানীয় মেয়েরা অনুপ্রেরণা পাচ্ছে- পড়াশোনা করে নিজের জীবন পাল্টাতে চাইছে।

"Because machine does not understand who is in charge- male or female"- ডয়েচে ভ্যালের সাথে সাক্ষাতকারে (ছবিও ওখান থেকে নেয়া) এই কথাটি এনারা বলেছেন।

বাংলাদেশে এই নারীদের মত হাজার হাজার নারী বেরিয়ে আসুক!

#Bangladesh

#FirstEverFemaleMilitaryPilots

2
$ 0.00
Avatar for Tonmoy13
3 years ago

Comments

Nice..

$ 0.00
3 years ago