2
18
আমি মানুষের কষ্টকে কখনো ছুঁতে পারিনি
খানিকটা ভান করেছি সত্যি
তাদের হৃদয়ের কাছাকাছি যেতে
আমার হাত পুড়ে গিয়েছে মোমের মতন
না ছুঁতে পারার আগুনে
ততটা যন্ত্রণা ছোঁয়ার মধ্যেও নেই হয়তো।
তাদের হৃদয়ের দুয়ারে ভাঙা ঘরের স্যাঁতস্যাতে কাদা
আমি কখনো চন্দন বলে পায়ে মাখতে পারিনি
তাদের উঠোনে পশুরা খেলা করে বেড়িয়েছে
অবাধ্য আত্মীয়ের মতন
তাদের বইয়ের মলাটের ভাঁজে হেঁটে চলেছে বিনম্র অবহেলা
অথচ বইয়ের অক্ষর মোড়া আমার পাশে থাকার কবিতায়
কিন্তু আমি পাশে আছি, মানুষ হিসেবে নয়
একজন ফটোগ্রাফার, সাদা পাঞ্জাবীতে দেবদূত হয়ে !!