দেবদূত

2 18
Avatar for Titir
Written by
4 years ago
আমি মানুষের কষ্টকে কখনো ছুঁতে পারিনি
খানিকটা ভান করেছি সত্যি 
তাদের হৃদয়ের কাছাকাছি যেতে 
আমার হাত পুড়ে গিয়েছে মোমের মতন
না ছুঁতে পারার আগুনে 
ততটা যন্ত্রণা ছোঁয়ার মধ্যেও নেই হয়তো।
তাদের হৃদয়ের দুয়ারে ভাঙা ঘরের স্যাঁতস্যাতে কাদা
আমি কখনো চন্দন বলে পায়ে মাখতে পারিনি
তাদের উঠোনে পশুরা খেলা করে বেড়িয়েছে
অবাধ্য আত্মীয়ের মতন
তাদের বইয়ের মলাটের ভাঁজে হেঁটে চলেছে বিনম্র অবহেলা 
অথচ বইয়ের অক্ষর মোড়া আমার পাশে থাকার কবিতায়
কিন্তু আমি পাশে আছি, মানুষ হিসেবে নয়
একজন ফটোগ্রাফার, সাদা পাঞ্জাবীতে দেবদূত হয়ে !!

5
$ 0.00

Comments