আমৃত্যু যাযাবর

0 14
Avatar for Titir
Written by
4 years ago

কোন দিক যাবে তুমি!আমি এখানেই বসে রবো সারাটা সকাল ।ওখানে চলছে বাজার দখলের খেলা।হলুদ মরিচ মুড়ি বেঁচে কর্পোরেট শালা।লাগিয়েছে কাজে ডিগ্রীধারি সুদি কারবারে।মুড়ি বেচা চিকন আলী এখন ফুললি বেকার।কে রাখে কার খবর।তার মেয়েটা এখন পতিতা।দেহ বেচে সস্তা দামে সারপ্লাস ঘামে।খরিদ্দার লুটেরা পুজি আর ভেদামার উঠতি মাতব্বর।উসফুস করে শিক্ষিত বেকার।সব পূজির খেলা সেমিনারে বসে গলায় পরে ফুলের মালা।শোষনের যাতাকলে পিষ্ট সবাই।তবু হয়না প্রতিরোধ। পুরোহিত দেয় নিয়তির দোহাই।এখানে সূর্য্য উঠেছে লাল টকটকে।নদীর জলে ভেসে যায় কচুরিপানা।ওপারে সবুজ গ্রাম। কুড়ে ঘরের ফাক দিয়ে ঠুকেছে উত্তাপ শ্যাতশ্যাতে জ্বীর্ন দেহে।মাঝপথে উড়ে গেল দুটি কবুতর।কালো মেঘ উড়ে এলো আমাকে ছায়া দিতে।আমার ভালো লাগে যতক্ষন থাকি নিজের ভিতর।আমি এখানেই রয়ে যাব আমৃত্যু যাযাবর। আমৃত্যু যাযাবর

1
$ 0.00
Avatar for Titir
Written by
4 years ago

Comments