ভালোবাসা বিহীন জীবন নাকি মরিচীকা তুল্য-লোকেদের মুখে শোনা কথা। সত্যই কি তাই? একমাত্র ভালোবাসাই নাকি পারে জীবনকে পরিপূর্ণতা এনে দিতে। একটু ভেবে দেখুনতো, আমরা আসলে কোন ভালোবাসার কথা বলছি? যে ভালোবাসা স্বার্থের সাথে সম্পৃক্ত? আচ্ছা, এ পৃথিবীতে স্বার্থ ছাড়া কোন ভালোবাসার কাঠামো কি সত্যিই তৈরি হয়? এ প্রশ্নটির উত্তর দেয়া আসলেই কঠিন হয়ে যায় তাইনা? আচ্ছা বাদ দিন। আমরা নিজেদের কথা বলি। আমরা সবাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ- হতে পারে বাবা-মায়ের সাথে, আবার হতে পারে ভাই-বোনের সাথে, আবার সন্তানের সাথে, আবার কখনো নিজের প্রিয়জনের সাথে……।। রঙের সাথে নাকি ভালোবাসার নামকরণ করা যায়। এই যেমন…কষ্টের রঙ নীল।। তাই হয়ত যে ভালোবাসায় কষ্ট জড়িত সে ভালোবাসাকে নীল রঙের ছোঁয়ায় আঁকা হয়। ও…একটি কথা। আমরা যেন কখনো আমাদের ভালোবাসা গুলোকে স্বার্থ আর অর্থের সাথে সম্পৃক্ত না করি।। সবসময় মনে রাখব, এই ছোট্ট পৃথিবীতে স্বার্থ আর অর্থের থেকে ভালোবাসার মূল্য অনেক বেশী…
নিজেদের জীবনকে শুদ্ধ ভালোবাসায় মুড়িয়ে রাখব। কখনো ণীল গোলাপের ছোঁয়ায় আবৃত করবনা।
ধন্যবাদ।।
সুন্দর লিখছেন