2
21
স্বপ্ন আমাদের জীবনের চিরচেনা একটি শব্দের নাম। যাকে ছাড়া একটি দিনও যেন পার করা প্রায় অসম্ভব। বাস্তবে স্বপ্নের কোন রুপ বা তেমন কোন ব্যাখ্যা হয়না। তবে স্বপ্নকে কয়েকভাবে আখ্যায়িত করা যায়। স্বভাবতই আমরা ঘুমের মধ্যে যে পৃথিবীতে বিরাজ করি এবং ঘুম ভেঙ্গে গেলে তাকে আবার মনে করতে সক্ষম হই তাকেই স্বপ্ন বলে থাকি। কিন্তু, কথাটি হাস্যকর হলেও সত্যি যে, আমরা জেগেও স্বপ্ন দেখি। জীবনের পেছনে ফেলে আসা দিনগুলি্কেও আমরা কখনও কখনও স্বপ্ন বলে মনে করি যা কখনও আমাদের হাসায়, আবার কখনও কাঁদায়। মূলকথা হচ্ছে, একটি সুস্বপ্ন আপনাকে, আমাকে পৌঁছে দিতে পারে সফলতার দ্বারপ্রান্তে। তাই চলুন, সফল জীবনের প্রত্যাশায় আমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখি এবং তাদের বাস্তব রুপ দানে সচেস্ট হই।
ধন্যবাদ।।
nice