গরিবের স্বপ্ন

6 85
Avatar for TigerApon
3 years ago

স্বপ্ন আমরা সবাই দেখি। কিন্তু সেই স্বপ্নটা সবসময় পূরণ হয়না। এই স্বপ্নগুলো পূরণ না হওয়ার পেছনে অনেকগুলো কারণ লুকিয়ে থাকে। যে কারণগুলো সত্যিই আমাদের কাছে খুবই কষ্টদায়ক। আমাদের দেখা স্বপ্নগুলো কখনো পূরণ হবে না জেনেও আমরা স্বপ্ন দেখি।

এদেশে এমন অনেক গরীব পরিবার আছে। যাদের দিন গুলো খুবই কষ্টে এবং দুঃখের সাথে কাটে। তারপরেও এই দুঃখ কষ্টের মাঝেও তারা স্বপ্ন দেখে। তারা স্বপ্ন দেখে একটু ভালো ভাবে জীবন যাপন করার।তারা স্বপ্ন দেখি বর্তমানের চেয়ে একটু ভালো ভাবে যাতে বাঁচতে পারে। তাঁরা স্বপ্ন দেখে তাদের পরিবার যেন সবসময় সুখে শান্তিতে বসবাস করতে পারেন।

আবার এই গরীব পরিবারের এমন কিছু অপ্রকাশ্য স্বপ্ন আছে যেগুলো কখনোই পূরণ হয়না। এমনকি তারা এটা পূরণ হওয়ার কথা চিন্তাও করে না কখনো। তারপরেও তারা স্বপ্ন দেখে। আসলে মানুষের জীবন কখন কোন দিকে যাবে সেটা কেউই বলতে পারে না। তাই সবাই স্বপ্ন দেখতে থাকে, এই আশায় যে যদি কখনো স্বপ্নগুলো পূরণ হয়।

যাইহোকগরিবের অনেক স্বপ্ন আছে যেগুলো কখনো পূরণ হবার নয় কিন্তু এদেশের যে সকল ধনী ব্যক্তিরা আছেন এবং যাদের সামর্থ্য আছে তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই গরীব পরিবারের অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ হতে পারে। আর আমার মনে হয় এই গরীব পরিবারের স্বপ্ন গুলো খুব একটা বড় হয় না। শুধুমাত্র একটু সাহায্যের অভাবে এদের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যায়।

11
$ 0.00

Comments

যে স্বপ্ন দেখতে জানে সে পুরন করতে পারে

$ 0.00
3 years ago

আপনার লেখাটা অনেক সুন্দর হয়েছে। আসলে গরিবদের মনে অনেক স্বপ্ন থাকে কিন্তু স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য থাকে না। তবুও স্বপ্ন দেখে যায়।

$ 0.00
3 years ago

সপ্ন সবাই দেখে কারো সপ্ন পুরন হয় কারো পুরন হয় না। বিশেষ করে গরিবের সপ্ন সপ্নই থেকে যায়।তবু গরীবরা সপ্ন থেকে। এই রকম আর্টিকেল লেখার জন্য ধন্যবাদ।

$ 0.00
3 years ago

সবারই একটা স্বপ্ন থাকে।এর মধ্যে গরীবের স্বপ্ন আর ছোটো ছোটো ভালো লাগা নিয়ে খুশি থাকাটা সত্যিই ভালো লাগে।

$ 0.00
3 years ago

গরিবের স্বপ্ন গুলো হল তারা কিভাবে খেয়ে বেঁচে থাকবে তাদের স্বপ্ন হলো এটাই। বড়লোকদের মত অত বড় বড় অট্টালিকা তৈরি করার ইচ্ছা হয়তোবা তাদের নেই।

$ 0.00
3 years ago