SENTENCE NARRATION এর শর্টকার্ট এই পোস্টে আমি তুলে ধরলাম প্রচলিত গাইড বইয়ে অনেক বড় বড় করে দেওয়া আছে। তবে এই শর্টকার্ট দেওয়ার আগে আমি বেসিক পোস্ট দিয়েছি আপনারা কমেন্ট বক্সের লিংকে দেখে নিবেন পূর্বের পোস্টগুলো। আর এখানে যেই নোট দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়বেন কারণ ব্যাতিক্রম থেকেই বিসিএস অথবা নিয়োগ পরিক্ষায় প্রশ্ন আসে।
Sentence গত পরিবর্তন
Sentence Direct Indirect Linker
Assertive - say - said - that
Interrogative - said/told - asked+ object - W.H. word নতুবা if হবে
Imperative - said to me/ him - Ordered me, advised him,
negative হলে forbade me / prohibit etc. linker হিসেবে Main Verb এর পূর্বে to বসে
Optative - said - wish, pray - that
Exclamatory- said - Exclaimed in grief, exclaimed in joy, exclaimed in wonder - linker হিসেবে that
(আর আনন্দ দুঃখ না বুজালে শুধু EXCLAIMED হবে) এই কথাটি বাজেরর কোন বইতে পাবেন না সাধারণত ।
Ex: He said to me, Which pen do you want?”
Ans: He asked me which pen I wanted?
Ex: Mother said to me, May Allah bless you.”
Ans: Mother prayed that Allah might bless me.
Ex: He said to me, Alas! I could not save my
Girlfriend from terrorist.
Ans: He exclaimed in grief that he could not save
his Girlfriend from terrorist.
Ex: The teacher said to me, Don’t come here.”
Ans: The teacher forbade me to go there
Ex: He said to me, Don’t do it again”
Ans: He told me not to do it again.
ব্যাতিক্রম ঃ IMPERATIVE SENTENCE টি যদি LET দ্বারা হয় সেক্ষেত্রে PROPOSED / SUGGESTED হয় অর্থাৎ অনুমতি বা প্রস্তাব বুজালে আর তা না হলে MIGHT / MIGHT BE ALLOWED TO ব্যবহৃত হবে আর LINKER হিসেবে THAT আসবে। (VERB হিসেবে SHOULD আসবে।)
Ex: Nipa said to her friends, Let us have a picnic on Friday”
Ans: Nipa proposed to her friends that they should have a picnic on Friday
Ex: We said, Let him tell the story.”
Ans: We said that he might tell the story.
I hate this.