পেপাল একাউন্ট

9 47
Avatar for Tibro
Written by
4 years ago

পেপাল একাউন্ট সারা বিশ্বে সর্বোচ্চ ব্যাবহৃত পেমেন্ট মাধ্যম।

যেটির মাধ্যমে প্রায় সব ওয়েবসাইটেই পেমেন্ট করা যায়।

নিম্নে সংক্ষিপ্ত ভাবে পেপালের ব্যাবহার উপস্থাপন করা হলঃ

যারা ফ্রিল্যান্সিং করেন তারাই বোঝেন এর গুরত্ব কেমন। যেকোন ক্লাইন্ট আমেরিকা, অস্ট্রলিয়া, কানাডা, ইত্যাদি দেশ থেকে খুব সহজেই পেপাল একাউন্টে ডলার ট্রান্সফার করে দিতে পারে। তাই ক্লায়েন্টদের প্রথম কোয়েশ্চেন হয়- আপনার কি পেপাল একাউন্ট আছে ?

আপওয়ার্ক, ফ্রীল্যান্সার ডটকম ইত্যাদি ওয়েবসাইটে ক্লাইন্ট একাউন্ট খোলার জন্য দরকার হয় ১০০% ভেরিফাইড পেপ্যাল একাউন্ট।

আপনি কারো কাছ থেকে অনলাইনে কোন কাজ করে নিয়ে তাকে খুব সহজেই পেপালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টীং প্রোভাইডার যেমন Godddy, hostgator, neamcheap ইত্যাদি ওয়েবসাইট থেকে ডোমেইন কিনতে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে হয়।

পেইড সার্ভের কাজ করতে 100% USA Verified PayPal একাউন্টের দরকার হয়।

একাউন্টের মূল্যঃ

--------------------

পার্সোনাল একাউন্টঃ1599 টাকা (পূর্বের মূল্য 3000 টাকা)।

বিজনেস একাউন্টঃ 1999 টাকা (পূর্বের মূল্য ৫০০০ টাকা)।

আমাদের সার্ভিস কেন নিবেন?

------------------------------

শুধুমাত্র আমরাই দিচ্ছিঃ

১. USA অ্যাকটিভ ফোন নাম্বার (format: +1 323-487-XXXX ) আপনার ইমেইল অ্যাকাউন্টের সাথে ফরোয়ার্ড করা থাকবে। এজন্য খুব সহজেই যেকোন ভেরিফিকেশন কোড বা ভয়েস কল পাবেন আপনার ইমেইল ইনবক্সে। তাই ভবিষ্যতে কখনো ভেরিফিকেশন চাইলে আপনি নিজেই ভেরিফাই করে নিতে পারবেন।

২। USA Local Bank- যেমনঃ Discover, CWB, Wells Fargo,Amex,metropoliton,suntrust ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাইড করা।

৩। International VISA অথবা Master Card দিয়ে ভেরিফাইড করা।

৪। 24 Hours এর মধ্যে এক্সপ্রেস ডেলিভেরী।

৫। সর্বোচ্চ সিকুউরিটি নিশ্চিত করতে আপনার ইমেইল দিয়ে অথবা যে ইমেইল দিয়ে পেপাল একাউন্ট খোলা হবে সেই ইমেইল একাউন্টের পাসওয়ার্ড/ রিকভারী ইমেইল, সিকুরিটী একসেস সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে।

৬। শর্ত সাপেক্ষে পাবেন প্রডাক্ট/সার্ভিসের পেমেন্ট ইন্সট্যান্টলি ফান্ড এভইলেবল হওয়ার সুবিধা, তাই দীর্ঘ্য ২১ দিন ধরে ফান্ড HOLD হয়ে থাকবে না।

৭। USA অরিজিনাল নাম এবং এড্রেস,SSN এবং রিয়েল জন্ম তারিখ ব্যাবহার করে আপনার নিজেস্ব পেপ্যাল একাউন্ট করার সুবিধা।যাতে claim it প্রব্লেম হলে সল্ভ করতে পারেন মুহূর্তের মধ্যে

যেভাবে অর্ডার করবেনঃ

----------------------------

১। আমি কি ৫০% টাকা দিয়ে অর্ডার করতে পারি ?

হ্যা। আপনি ৫০% টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন। এক্ষেত্রে একাউন্ট রেডী হলে আপনাকে জানানো হবে, আপনি Teamviewer দিয়ে চেক করে বা স্ক্রিনশট দেখে বাকি টাকা পে করে একাউন্ট ডেলিভেরি নিতে পারবেন?

২। আমরাই USA name এবং real address real ssn ,dob ব্যবহার করে একাউন্ট তৈরি করে দিব। এক্ষেত্রে আপনার কোন তথ্য লাগবে না, শুধু বিকাশ/ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠাইলেই হবে।

৩। টাকা পাঠানোর আগে নাম্বারে কল করে কনফার্ম হয়ে নিন

13
$ 0.00
Sponsors of Tibro
empty
empty
empty
Avatar for Tibro
Written by
4 years ago

Comments

Thanks for sharing very helpful post. People who do the survey work they should have a paypal account. And you are right Paypal account is very popular in freelancing.

$ 0.00
4 years ago

PayPal account is very popular in freelancing.. this article is very nice and informative.

$ 0.00
4 years ago

Thank you so much for this article.seriously it is a very helpful article for me. I know something about paypal account. I think it was help me in future.

$ 0.00
4 years ago

Thanks for sharing such a important information. It will help us in future.

$ 0.00
4 years ago

আসলে অনেক সময় কোনো প্রোজেক্ট বাহিরের দেশে কারো কাছে বেচতে হলে / ফ্রিল্যান্সিং / অন্যান্য কাজে পে-পাল অনেক দরকার। তো @Tibro ভাই আপনার এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের জন্য ধন্যবাদ ☺

$ 0.00
4 years ago

Amader onek ojana janaye diccen...onek kichu janlam onek kichu sikhlam...thank you...asha kori next time ar o onek jante parbo...

$ 0.00
4 years ago

ok noted with thanks.

$ 0.00
4 years ago

Thanks for your information

$ 0.00
4 years ago

Thank you so much for this important and helpful article & don’t forget to like,comment & subscribe my account

$ 0.00
4 years ago