পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। পদ্মা নদীর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে।
পদ্মা নদী চাঁদপুরে এসে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। বরিশাল ও নোয়াখালী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী এবং গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন ৩৪,১৮৮ বর্গ কিলোমিটার।
পশ্চিম থেকে পূর্বে নিম্নগঙ্গায় পদ্মা নদীর অসংখ্য শাখা নদী রয়েছে। কিছু উল্লেখযোগ্য শাখা নদী হলো - ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ভৈরব, ইছামতী, কুমার, নবগঙ্গা, মধুমতী ইত্যাদি।
Like comment and subscribe back