জীবনে কারো কাছে দামী না হতে পারলেও সস্তা হবেন না।আর আপনি সস্তা হবেন তখনই যখন,একটা মানুষের পিছনে আপনি শুধুমাত্র তার এটেনশান পাওয়ার জন্য ঘুরবেন।সে মানুষটা কিন্তু ঠিকই সেটা বুঝবে তবুও আপনার কোনো মূল্য দিবেনা।এভাবে নিজের আত্মসম্মান বিকিয়ে দিবেন না সেসব মানুষের পেছনে যাদের,কাছে আপনার প্রতি কোনো ফিলিংস নেই,কোনো ভালোবাসা নেই।নিজের আত্মসম্মান থাকা টাই সবচেয়ে বেশি জরুরি এবং দামী।যে আপনার অনুভূতির মূল্য দেয়না,তার থেকে দূরে থাকাই ভালো।কারণ,তারা অন্যের ফিলিংস নিয়ে খেলে।তার থেকে ভালো আপনি তাকে নয় যাকে আপনি চান,বরং যে আপনাকে চায়,আপনাকে ভালেবাসে আপনি তাকেই আপন করে নিন।তাহলে দেখবেন,আপনি সত্যিকারের ভালোবাসা এবং প্রকৃত সুখ খুঁজে পাবেন।সে আপনাকে অনেক মূল্য দিবে,তার কাছে আপনিই সবচেয়ে মূল্যবান এবং দামী মানুষ হবেন।অন্তত তার জন্য আপনাকে চোখের পানি জড়াতে হবেনা।বরং সবসময় সে আপনাকে তার ভালোবাসা দিয়ে আগলে রাখবে 🖤
আপনার কথা গুলো বাস্তবতার সাথে অনেক মিল পাওয়া যাই। সত্যি যারা আমাদের পেছনে ঘোরে না আমরা তাদের পেছনে ঘুরে সময় নস্ট করি আর যারা আমাদের পেছনে ঘোরে তাদেরকে দাম দি না...প্রকৃতির নয়ম এটাই হইতো