শুভ জন্মদিন ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।[১][২] এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।[৩][৪] এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন। [৫]
ময়মনসিংহ বিভাগ
বিভাগ
স্থানাঙ্ক: ২৪°১০′ উত্তর ৯০°২৫′ পূর্ব
দেশ
বাংলাদেশ
প্রতিষ্ঠিত
১৪ সেপ্টেম্বর, ২০১৫
আসন
ময়মনসিংহ
আয়তন
• মোট
১০৬৬৮ কিমি২ (৪১১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
• মোট
১,১৪,২৭,৭৬৫
• জনঘনত্ব
১১০০/কিমি২ (২৮০০/বর্গমাইল)
কপিঃ- উইকিপিডিয়া।