সর্বকালের সেরা কমেডি মুভি। না দেখলে মিস।
No Spoiler -*
" - What's Your Name?
- Amm, My Name Is Ladies Washroom! "
" America, The Birthplace of AIDS! "
এতো এতো দারুন সব ডায়লগ, কোনটা রেখে কোনটা সম্পর্কে বলবো?
➤ Movie - The Dictator (2012)
➤ Imdb - 6.4/10
➤ P.Rating - 8.5/10
➤ Language - English (Dual Audio Available)
➤ Genre - Dark Comedy
➤ Cast - Sacha Baron Cohen. Jason Mantzoukas, Anna Faris, Ben Kingsley etc..
➤ Directed By - Larry Charles
কমেডি মুভি বলতে অনেক ধরনের কমেডি মুভি রয়েছে, তবে শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত হাসানোর মতো মুভি হাতে গোনা কয়েকপিছ ই আছে,
তারমধ্যেই আন্ডাররেটেড একটা এই মুভি...
লোল টাইপের কমেডি মুভি ব্রো!
আপনি মুভি দেখতে দেখতে হাসবেন, মুভির সিন pause করে হাসবেন, মুভি শেষ হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে ভাবতে গেলেও হাসবেন!
মুভির গল্প নিয়ে কিছু কথা -
উত্তর আফ্রিকার একটি দেশ ওয়াদিয়ার একনায়ক নেতা আলাদিন,
যে কিনা তার দেশে গণতন্ত্রের ঘোর বিরোধী,
তো, জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে আমেরিকা পৌছান আলাদিন,
কিন্তু কারো স্বরযন্ত্রে সে তার পরিচয় হারিয়ে ফেলে, তার জায়গায় অধিষ্ঠিত হয় এক নতুন আলাদিন,
এখন সে কি নিজের ক্ষমতা ফিরে পাবে?
গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নিজের দেশে?
কাহিনি এমনই, কিন্তু তা ফুটিয়ে তুলেছে বেশ হাস্যরসাত্মক ভাবে....
অভিনয়ে আলাদিন চরিত্রে Sacha Baron Cohen জাস্ট দূর্দান্ত অভিনয় করেছে,
এককথায় মাস্টারক্লাস অ্যাকটিং!
তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে এক্সপ্রেশন গুলো ও কমেডি ছিলো,
নাদাল চরিত্রে জ্যাসনও খুব ভালো অভিনয় করেছে,
সাথে জয়ি চরিত্রে আন্না ফ্রেন্স, তামির চরিত্রে বেন কিংসলে ও খুব ভালো অভিনয় করেছে,
বলা যায় সবার অভিনয় ই ভালো ছিলো...
মুভিটিতে আপনি কিছু ১৮+ দৃশ্য এবং প্রচুর এডাল্ট সংলাপ দেখতে পাবেন....
এতো সুন্দর করে ডায়লগগুলো লিখা থেকে শুরু করে ডেলিভারি করা পর্যন্ত অসাধারণ ছিলো...
এককথায় মজা নিতে পারবেন টপলেভেলের...
মুভিটার বাজেট ছিলো ৬৫ মিলিয়ন$, বক্সঅফিসে আয় ১৭৯ মিলিয়ন$...
মানে সুপার্ব সাফল্য....
মুভিটি আমার এতো ভাল্লাগছে, আর বেশিকিছু বলতে পারছিনা...
শুধু সাজেষ্ট করবো না দেখলে ব্রো আপনার জন্য মাস্টওয়াচ...
amar post dekho subscribe. like comment