আল্লাহ যেভাবে প্রিয় বান্দাদের স্মরণ করেন

3 31
Avatar for Tania12
4 years ago

উত্তরণবার্তা অন্যান্য ডেস্ক : আল্লাহকে যেভাবে বান্দারা স্মরণ করবে : আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের নানা সময় স্মরণ করেন। যেহেতু কোনো কিছুই আল্লাহর স্মরণ ও জ্ঞানের বাইরে নয়, তাই আল্লাহর স্মরণের অর্থ হলো দয়া ও অনুগ্রহ, পুরস্কার ও প্রতিদান, ক্ষোভ ও শাস্তি প্রদান করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫২

5
$ 0.01
$ 0.01 from @Ifty277

Comments

একদম,ঠিক বলেছেন,আপনার ইবাদত এর খাতায় যদি ক্ষমা চাওয়ার পরিমানটা বেশি থাকে তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ পুরষ্কার, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করন তাই আমাদের উচিত বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা,এতে আল্লাহ অনেক খুশি হন,

$ 0.00
4 years ago

যিকিরে ও ইস্তেগফারে ঠোঁটদুটো ভিজিয়ে রাখেন। দেখবেন আল্লাহ নিজ থেকে আপনার গার্জেন হয়ে যাবেন। যখন যেটা আপনার জন্য উত্তম তাই আপনাকে সময় মত চাওয়ার আগেই উপহার দিবেন ইনশাআল্লাহ। সব কিছুর মালিক কেবল তিনিই....

$ 0.00
4 years ago