ছানার মিষ্টি রেসিপি – খুব সহজে তৈরী করুন আপনিও

9 28
Avatar for Tania1122
4 years ago


আমি এখানে আমার পরিমাণ মতো উপকরণ ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো উপকরণ ব্যবহার করবেন। তবে নিয়ম একই।


উপকরণ –


 শুরুতেই ছানা ২ কাপ, চিনি ২ কাপ, পানি ৪ কাপ, সিরকা ১ কাপ নিয়ে নিন।


প্রস্তুত প্রণালী –


প্রথমেই  ভালভাবে ছানা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন ২ কাপ ছানা তৈরির ক্ষেত্রে ২লিটার দুধ ব্যবহার করতে হবে। প্রথমেই ২লিটার দুধ জ্বাল দিয়ে ৩-৪টা বলক আসলে তার মধ্যে এক কাপ সিরকা ও এক কাপ পানি মিক্স করে দিতে হবে, এবার দুধ গুলকে ৩০-৪০মিনিট জ্বালিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর ঢাকনা খুললে দেখা যাবে ছানা হয়ে গেছে। এখন ছানাটাকে ভালো করে নরমাল পানি দিয়ে ধুয়ে সুতি কাপড়ে মুড়ে ২-২.৩০ মিনিট রেখে পানি ঝরাতে হবে। মূলত পানি ঝরানোর পরেই কিন্তু ছানা মিষ্টির জন্য রেডি হবে। এবারে মিষ্টি তৈরি করার কাজ শুরু করে দিতে হবে। এর জন্য প্রথমেই ছানা ভালো করে মাখাতে হবে হাত দিয়ে।


এমন ভাবে মাখাতে হবে যেন ছানা গুলো দিয়ে বল বানানোর সময় ভেঙে না যায়। এবার ছানা গুলো দিয়ে মিষ্টির সাইজের বল বানাতে হবে।। ২ কাপ ছানায় যতটুকু হয়। এবার বল গুলো কে সিরায় দিতে হবে। মনেরাখবেন ছানাগুলো দিয়ে বল বানানোর পরে সিরাটা বানিয়ে নিবেন। সিরা বানানোর জন্য একটা প্যানে চিনি, পানি ও এলাচ দিয়ে ভালোভাবে জ্বাল করতে হবে। কয়েকবার বলক আসলে অর্থাৎ পানিটা যখন সিরার মতো হয়ে আসবে তখন ছানার তৈরি বল গুলো সিরার মধ্যে ছাড়তে হবে। এবার বল গুলো দেওয়ার পরে ১০ মিনিট মিডিয়াম আচে  চুলো জ্বাল দিতে হবে। ১০ মিনিট পরে জ্বাল দেয়া বন্ধ করে দিয়ে ৩-৪ ঘন্টা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে।  এরপরই ছানাগুলো রসে ভরপুর হয়ে তৈরি হয়ে যাবে মজাদার মিষ্টি। এবার আপনি আপনার ইচ্ছেমত পরিবেশন করুন মজাদার ছানা মিষ্টি।

9
$ 0.00

Comments

খুব পছন্দের মিষ্টি।

সাবস্ক্রাইব করলাম আপনাকে।

$ 0.00
4 years ago

Looking so much delicious. Thank you for sharing this yammy recipe. I will try it at my home definitely. All ingredients are very reasonable so it’s not to be costly anyone can try it easily.

$ 0.00
4 years ago

Thanks dear!

$ 0.00
4 years ago

Tasty mishty,

$ 0.00
4 years ago

Thank you! 🙂

$ 0.00
4 years ago

চানার মিষ্টি আমার খুব পছন্দের😋😋।

আমি বানানোর ট্রাই করেছিলাম একবার,,কি বানাতে চেয়েছিলাম কি হয়েছিল সেটা আর বললাম না থাক।। 😣

সাপোর্ট মি ডিয়ার।।😚

$ 0.00
4 years ago

আমি এই ছানার মিষ্টিটা বেশিই বানাই বাসায়, আমার খুব পছন্দের একটা রান্না। চেষ্টা করলে তুমিও পারবে। ধন্যবাদ। Already subscribed!

$ 0.00
4 years ago