🍁অবহেলা🍁
______________________
#দিনের পর দিন একটা মানুষের অভিমান ভাঙিয়ে যাচ্ছেন ,
নিজের অভিমানকে কবর দিয়ে একপ্রকার ছেঁচড়ামি করে যাচ্ছেন ,
ওপাশের মানুষটির কোন খেয়ালি নেই আপনিও একটি মানুষ আপনারো রাগ অভিমান বলে কিছু
থাকতে পারে ।
বিশ্বাস করুন"
যেখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই
যেটুকু বেঁচে আছে সেটাকে কি বলে আমার জানা নেই ,
একপাশে আপনি করেই যাবেন
আর আরেক পাশের মানুষটি আপনাকে বারংবার অপমান করে যাবে ,
সেখানে ভালোবাসা আছে বলে আমি মনে করিনা ।
সম্পর্কে রাগ অভিমান একটা অংশ
যেটা সম্পর্কের দৃঢ়তা মজবুত করে ,
তাই বলে একজনের সব থাকবে আরেকজন Egnor করে যাবে এমন কোন নিয়ম নেই ।
প্রত্তেকটি মানুষের নিজস্বতা বলে কিছু থাকে ,
যেসব Priority স্কেল থাকে ,
কারো কাছে নূনতম সম্মান পাবার আকাঙ্খা থাকে ,
আমাকে সে বুঝবে বলে একটা অধিকার বোধ থাকে ।
একটা সময় অবহেলার একটা পাহাড় জমাহয়
তারপর বিষন্নতা আর তিক্ততা নিয়ে শুরু হয়
ঘৃণার পর্ব ,
একটা সম্পর্কের সহজ সরল সমীকরণ এটাই ।
যেখানে সম্মান নেই
সেখানে ভালোবাসা বলে কিছু নেই ,
আছে কেবল নিজেকে সস্তা করে ভাসিয়ে দেওয়া ।
একদম স্মুথলি কেটে পরুন
ওপাশের বড্ড দামী মানুষটা কিচ্ছু বুঝবেনা কিচ্ছু জানবেনা , কিংবা কোন অভিযোগ থাকবেনা আক্ষেপ-ও নয় ।
নিজেকে priority দিতে শিখুন
অবহেলাকে বুড়ো আঙুল দেখিয়ে দিন ।
ভালবাসা ভালবাসে শুধুই তাকে
ভালবাসায় ভালবেসে বেঁধে যে রাখে !.................
0
17